বাংলাদেশ-ভারতের বিমানবাহিনী-প্রধানদের সাক্ষাৎ
ঢাকা সফররত ভারতীয় বিমানবাহিনী-প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা বাংলাদেশ বিমানবাহনীর সদর দপ্তরে বিমান-প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম এ তথ্য জানান।
এর আগে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় বিমানবাহিনী-প্রধান।
সাক্ষাৎকালে দুই বিমানবাহিনী-প্রধান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বিমান বাহিনী সদর দপ্তরে পৌঁছালে ভারতীয় বিমানবাহিনী-প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে তিনি বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু পরিদর্শনকালে ঘাঁটির বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন, ২১৪ মেইনটেন্যান্স এবং ওভারহোলিং ইউনিট পরিদর্শনসহ বিভিন্ন স্ট্যাটিক ডিসপ্লে প্রত্যক্ষ করেন।
ভারতীয় বিমানবাহিনী-প্রধান সস্ত্রীক পাঁচ দিনের সরকারি সফরে গতকাল রবিবার বাংলাদেশে আসেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় বিমানবাহিনী-প্রধান বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনা সদর, নৌ সদর, সশস্ত্র বাহিনী বিভাগ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি, বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক, বিমানবাহিনী জাদুঘর ও রাংগামাটিসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন