বাংলাদেশ-ভারতের ম্যাচের সময়সূচী নির্ধারণ
৮ জুন ঢাকায় আসছে ভারত ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ভারত।
১০ জুন শুরু হবে একমাত্র টেস্টটি। ম্যাচটি হবে নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
প্রতিটি ওয়ানডে হবে মিরপুরে। দুই বোর্ডের আলোচনা সাক্ষেপে এরই মধ্যে ম্যাচের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। ফতুল্লায় একমাত্র টেস্টটি শুরু হবে সকাল ১০টায়। এবং দিবারাত্রির ওয়ানডেগুলো শুরু হবে বিকেল ৩টায়। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ জুন সকালে ঢাকায় আসবে সফরকারীরা। যদিও ৭ জুন আসার কথা ছিল তাদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পরই ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে উঠবে ভারতীয়রা। একই হোটেলে থাকবে বাংলাদেশ ক্রিকেট দলও। সকালে ঢাকায় নেমে বিকেলে অনুশীলন করার কথাও রয়েছে বিরাট কোহলিদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন