বাংলাদেশ-ভারতের সিরিজ নিয়ে জেনে নিন নতুন তথ্য, কখন কোথায় হবে ম্যাচ?

বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত হবে ক্রিকেটীয় লড়াই। ২০০০ সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়।
এর পর ভারতের সাথে বেশ কয়েকবার টেস্ট ম্যাচ খেলা হলেও কখনো ভারত সফরে যায়নি বাংলাদেশ। বাংলাদেশ সর্ব প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতের বিপক্ষেই। মিরপুর স্টেডিয়ামে টেস্টে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেন সে সময়ের টাইগার সেনাপতি নাইমুর রহমান দূর্জয়।
ভারতের পক্ষে সে সময় দলীয় নেতা ছিলেন সৌরভ গাঙ্গুলি। সে হিসেবে এই সিরিজের নাম হওয়ার কথা রয়েছেন সৌরভ-দূর্জয় ট্রফি। অন্যদিকে সিরিজের সময় হিসেবে এর আগে আগস্টের কথা বলা হলেও এখন শোনা যাচ্ছে সেপ্টেম্বরের কথা।
আগস্টে এই সিরিজ হচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত। বাংলাদেশের এই সফরের শুধু টেস্ট ম্যাচ রাখতে চাচ্ছে না বিসিবি।
ওয়ানডে ও টি-টোয়েন্টিও যোগ করতে চায় বিসিবি। যাইহোক শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ড।
তবে এই সিরিজ নিয়ে একেবারেই নতুন একটি বিষয় আলোচনায়। এই সিরিজ ত্রিদেশীয় সিরিজেও রুপান্তরিত হতে পারে। তৃতীয় দেশ হিসেবে যোগ দিতে পারে নিউজিল্যান্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন