বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনায় ভক্তের মৃত্যু
ইনিংসের শেষ ওভার, জয়ের জন্য চাই ১১ রান। বাংলাদেশ-ভারত রুদ্ধশ্বাস ওই ম্যাচের শেষ ওভারটা যে কারোরই হার্ট বিট বাড়িয়ে দেবে। খেলোয়াড়দের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে যায় সব ভক্তদের মধ্যেই। কিন্তু তাই বলে উত্তেজনায় মৃত্যু হয়তো অনেকটা অনাকাঙ্ক্ষিত ব্যপার।
এমন ঘটনাই ঘটলো ভারতের উত্তর প্রদেশের গোরাখপুর গ্রামে। ওম প্রকাশ শুকলা নামে এক ভারতীয় নাগরিক ম্যাচের উত্তেজনায় হার্ট অ্যাটাক করে মারা গেলেন। অন্য সবার মত তিনিও ভারত-বাংলাদেশের শেষ ওভার দেখছিলেন।
পরিবারের সাথে বসে ওম প্রকাশ খেলা দেখছিলেন। দিল্লিতে একটি মুদির দোকান রয়েছে তার। অনেক বছর ধরেই এটি চালাচ্ছেন তিনি। তার তিনটি ছেলেও রয়েছে। মূলত শেষ ওভারে মুশফিক পরপর দুটি বাউন্ডারি মারার কারণে, এ সময় নিজেকে আর ধরে রাখতে পারেনি।
অতিরিক্ত উত্তেজনায় বুকে ব্যাথা অনুভব করতে শুরু করেন তিনি। পরে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ওম প্রকাশের এমন মৃত্যুতে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া।
এদিকে বুধবারের ম্যাচে ইনিংসের শেষ ওভারে ১১ রান দরকার ছিল বাংলাদেশের। আর দ্বিতীয় ও তৃতীয় বলে মুশফিকুর রহিমের দু’টি চার জয়ের আশা দেখায় বাংলাদেশকে। এরপর তিন বলে দরকার ছিল দুই রান। কিন্তু হার্দিক পাণ্ডের তিন বলে সেই রান নিতে মুশফিক-মাহমুদউল্লাহ ব্যর্থ হন। ফলে ভারতের কাছে অনাকাঙ্ক্ষিতভাবে হেরে যায় বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন