বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনা মিডিয়ার সৃষ্টি: সাকিব

গত এক-দেড় বছর ধরেই মাঠের ও মাঠের বাইরে ভারত-বাংলাদেশ ক্রিকেট-লড়াইটা খুব জমজমাট। অনেকেই এই লড়াইয়ে একটা ঝাঁজ, ক্রিকেটীয় দ্বৈরথ ছাপিয়ে যেন জাতীয় আবেগ তৈরি হয়। তবে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতে, এই দ্বৈরথের উত্তাপটা ব্যাপারটা মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি। ইদানীং বাংলাদেশ-ভারত ম্যাচ হলেই যে আগুনে উত্তাপ ছড়িয়ে পড়ে, এটা ‘মিডিয়ার সৃষ্টি’।
ভারতের অন্যতম দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান এসব কথা বলেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে এই মুহূর্তে ভারতে অবস্থান
করছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সাকিব বলেন, মাঠে বাংলাদেশ ও ভারত দুই দলই জানে, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলেই দল জিতবে। দুই দলই তাই মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েই খেলতে চেষ্টা করে। আমরা অন্তত এভাবেই ভাবি। আমি নিশ্চিত ভারতও ঠিক এই চিন্তাই করে। আর যে দ্বৈরথের উত্তাপের কথা বলা হচ্ছে, সেটা দর্শকদের জন্য অথবা মিডিয়ার তৈরি উন্মাদনা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ রানের হারের সেই ম্যাচটি সম্পর্কে তিনি বলেন, মুশফিক ভাই যখন দুটি বাউন্ডারি মেরে আউট হয়ে ফিরলেন, তখনো আমার মনে হয়েছিল, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) যেকোনো মূল্যে সিঙ্গেল বের করবে। সিঙ্গেল বের করলে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ফিল্ডারদের কাছে নিয়ে আসত। আর কিছু না হোক, জিততে না পারলেও আমি মনে করেছিলাম ম্যাচটা অন্তত টাই করতে পারবে বাংলাদেশ।
তিনি আরো বলেন, আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফর্ম্যান্স মোটেও হতাশাজনক মনে করি না। এটা বলতে পারেন, আমরা কোনো ম্যাচ জিতিনি। কিন্তু দু-একটা ম্যাচ জিতে গেলে কিন্তু পুরো ব্যাপারটাই অন্য রকম হতে পারত। টি-টোয়েন্টি ফরম্যাটে খুব দ্রুত পরিস্থিতি পাল্টায়। এ জায়গাগুলোতে আমাদের শেখার অনেক কিছুই আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন