শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশ-ভারত সীমান্তে ‘রহস্যময়’ বাংলা ও উর্দু সংকেত!

বাংলাদেশ- ভারত সীমান্তে গত কয়েক মাস ধরে সন্দেহজনক সঙ্কেত ও ভাষা শুনতে পাচ্ছেন অ্যামেচার রেডিও ব্যবহারকারীদের আন্তর্জাতিক কমিউনিটি ‘হ্যাম রেডিও’র ভারতীয় ব্যবহারকারীরা। কেবল বাংলা নয়, এই যোগাযোগে ব্যবহৃত হচ্ছে উর্দু ভাষাও। তবে ঠিক কোনখান থেকে এই যোগাযোগ সম্পন্ন হচ্ছে, সুনির্দিষ্ট করে তা শনাক্ত করতে পারেননি তারা।

ভারতীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, জঙ্গিরাই অস্বাভাবিক রকমের এ যোগাযোগ পদ্ধতি ব্যবহার করছে। আর সে আশঙ্কায় এরইমধ্যে সীমান্তে সার্বক্ষণিক হ্যাম রেডিও তথা অ্যামেচার রেডিও অপারেটর মোতায়েন করেছে ভারত। এখন হ্যাম রেডিওর প্রাযুক্তিক সুবিধা কাজে লাগিয়ে অ্যমেচার রেডিও ব্যবহারকারীরা সুনির্দিষ্ট করে ওইসব সিগন্যাল শনাক্ত করার চেষ্টা করবেন। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই-কে উদ্ধৃত করে সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়. ঘটনাটির সূত্রপাত হয়েছে গত জুনে। তখনই প্রথমবারের মতো সন্দেহজনক রেডিও সিগন্যাল ও অননুমোদিত রেডিও যোগাযোগ শনাক্ত করার দাবি করেন অ্যামেচার হ্যাম রেডিও অপারেটররা। তারা দাবি করেন সুন্দরবন ও বসিরহাট অঞ্চল থেকে বাংলা ও উর্দু ভাষায় এ রেডিও যোগাযোগ হচ্ছে। আর তার পর পরই অপারেটররা কেন্দ্র সরকারকে খবরটি অবহিত করেন। পরে তাদেরকে সিগন্যালগুলো শনাক্ত করতে বলা হয়। রেডিও সিগন্যালগুলোর সঠিক উৎপত্তিস্থল কোনটি তা নির্ধারণের জন্য ২৩ সদস্যের হ্যাম রেডিও অপারেটরদের একটি দল কাজ করে যাচ্ছে। তারা সার্বক্ষণিক এদিকে খেয়াল রাখছেন।

বেঙ্গল অ্যামেচার রেডিও ক্লাব-এর সচিব আম্বারিশ নাগ বিশ্বাস পিটিআইকে বলেন, ‘এ ঘটনাটি খুব সন্দেহজনক এবং নিরাপত্তার জন্য হুমকিজনক। কারণ, যখনই আমরা তাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করি তারা কথা বলা বন্ধ করে দেন। আবার কিছু সময় পর তারা বাংলা ও উর্দু ভাষায় নিজেদের যোগাযোগ শুরু করে।’

তিনি আরো বলেন, ‘যারা রেডিও ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করছিল তাদের বাংলাদেশি বাচন-ভঙ্গিটা স্পষ্ট ছিল। আমি আমার রেডিও ক্লাব মেম্বারদেরকে সতর্ক করলাম এরপর তারাও একই ধরনের আলাপ শনাক্ত করতে পারল। গত জুনে এ ধরনের যোগাযোগ শুরু হয়েছিল। আর তা দুর্গাপূজা পর্যন্ত ছিল।’
আম্বারিশ জানান, সিগন্যালগুলো শনাক্ত হওয়ার পর তারা কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিয়ে খবরটি অবহিত করেন। পরে কলকাতায় আন্তর্জাতিক মনিটরিং স্টেশনের কর্মকর্তাদের এক বৈঠকে তাদেরকে ডাকা হয়। সেখানে হ্যাম অপারেটররা তাদের প্রাপ্ত তথ্য ও শঙ্কাগুলো প্রকাশ করেন। এরপরই তাদেরকে এ সন্দেহজনক যোগাযোগের উৎস শনাক্তের দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, হ্যাম রেডিও মূলত শখের রেডিও সম্প্রচার। একটি বেতারযন্ত্র দিয়ে অন্য একটি বেতারযন্ত্রে বিনামূল্যে কথা বলা বা তথ্য আদান-প্রদানই হলো হ্যাম রেডিও অপারেটরদের কাজ। এক্ষেত্রে তাদের কোনও ইন্টারনেট সংযোগ লাগে না এবং সেল ফোনেরও দরকার হয় না। এই অপারেটররা পাহাড়ের চূড়া, নিজের বাসা অথবা গাড়িতে বসে বিশ্বের যেকোনও জায়গায় অন্য হ্যাম অপারেটরদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চাইলে মহাকাশযানের নভোচারীদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন হ্যাম অপারেটররা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা