বাংলাদেশ মহিলা ফুটবল দলের ম্যানেজার হলেন মৌসুমী

পি এ কাজল পরিচালিত ‘আমরাও পারি’ ছবিতে বাংলাদেশ মহিলা ফুটবল দলের ম্যানেজারের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ছবিটির জন্য এরই মধ্যে জাতীয় দলের অনুমতি নেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে ছবির শুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক।
পি এ কাজল বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল জাতীয় মহিলা ফুটবল দল নিয়ে একটি ছবি নির্মাণ করব। চিত্রনাট্য এরই মধ্যে গুছিয়ে নিয়েছি। শিল্পীদেরও চূড়ান্ত করছি। আগামী মে মাসের প্রথম থেকে ছবির শুটিং শুরু করতে পারব বলে আশা করি। ছবিতে মহিলা ফুটবল দলের ম্যানেজারের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় নায়িকা মৌসুমী।’
জাতীয় মহিলা দলের অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে পি এ কাজল বলেন, ‘আমরা এরই মধ্যে অনুমতি নিয়েছি। ছবির জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি গাজী সালাউদ্দিন ও মহিলা দলের চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েছি। গল্প শুনে সবাই পছন্দ করেছেন, এমনকি জাতীয় ফুটবল দলের বেশ কয়েকজন আমার এই ছবিতে অভিনয়ও করবেন। আমরা ১৫ জনকে এরই মধ্যে গ্রুমিং করাচ্ছি।’
মৌসুমী এ বিষয়ে বলেন, ‘আমার গল্প শুনে অনেক ভালো লেগেছে। খেলা নিয়ে এমনিতেই ছবির সংখ্যা অনেক কম, আমার কাছে মনে হয়েছে শুধু খেলা নিয়ে একটি ছবি- একটি আন্দোলনের সমান। আমি এই ধরনের ছবির সঙ্গে সব সময়ই থাকতে চাই। আমার মনে হয় ছবিটি দর্শক পছন্দ করবেন।’
ছবিতে মৌসুমীর সঙ্গে জুটি বাঁধবেন নায়ক রিয়াজ। আগামী কিছুদিনের মধ্যে ছবিতে তিনি চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন