বাংলাদেশ সফরে আপত্তি পিটারসনের
নিরাপত্তা ইস্যুর বেড়াজাল কাটিয়ে অবশেষে বাংলাদেশ সফরে আসতে রাজি হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার ইংলিশ এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) টুইটারে তাদের বাংলাদেশ সফরের কথা নিশ্চিত করেছে। এরপরই ইংলিশ ক্রিকেটারদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মধ্যে একজন হলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসন।
পিটারসন এ সময়ে বাংলাদেশ সফর নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি যদি দলে থাকতাম তাহলে এই সফরে অংশ নিতাম না। এটা অনেক কঠিন একটি সিদ্ধান্ত। দলে এমন কয়েকজন আছে যারা বাংলাদেশ সফরে যেতে চায় না।’
তিনি আরও বলেন, ‘দলের সবাই যেখানে যাচ্ছে সেখানে দুই-একজনের জন্য দল থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা কঠিন। তার ওপর যদি আপনার পরিবার ও সন্তান থাকে তাহলে এমন জায়গায় (বাংলাদেশ) ট্যুরে যাওয়া আপনার জন্য কঠিনই হবে।’
২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারত সফরে পিটারসনকেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে তিনি জানান। তিনি বলেন, ‘আমাদের একই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল ২০০৮ সালে ভারত সফরে। যাদের পরিবার আছে আর যাদের নেই এ দুইয়ের দ্বন্দ্বে দলের মধ্যে বড় ধরনের ফাটলই ধরেছিল। আর এখন যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কয়েক সপ্তাহের জন্য বাংলাদেশে যেতে চাই কিনা। তাহলে আমি বলব নাহ্, ধন্যবাদ।’
উল্লেখ্য, ২০১৪ সালে অ্যাশেজে হারের পর অধিনায়ক অ্যালেস্টার কুক ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সমালোচনা করে ইংল্যান্ড দল থেকে বহিষ্কৃত হন পিটারসন। এরপর থেকে দলের বাইরেই রয়েছেন তিনি।
বাংলাদেশে গত ১লা জুলাই গুলশানে সন্ত্রাসী হামলার ফলে বাংলাদেশে আসা নিয়ে শঙ্কা প্রকাশ করেনে ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক মর্গ্যান। পরে গত ১৮ আগস্ট বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ইসিবি তাদের একটি নিরাপত্তা কমিটি পাঠায়। এরপর তারা সন্তোষ প্রকাশ করলে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন