বাংলাদেশ সফরে আসছে না ওয়েস্ট ইন্ডিজ

প্রস্তাবটা দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডই। একটি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে চেয়েছিল তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তখন ইতিবাচক সাড়াই দিয়েছিল। তা নিয়ে চলছিল দেন-দরবার, টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি অথবা ওয়ানডে সিরিজ রাখা যায় কি না। তা ছাড়া কবে-কখন হবে, তা নিয়েও আলোচনা চলছিল।
কিন্তু সময়সূচি মেলাতে না পারায় শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি বাতিল হয়ে গেছে। মঙ্গলবার বিসিবি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘মূলত ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসতে চায় আগামী নভেম্বরে। কিন্তু সে সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাই আমরা চেয়েছিলাম, মে মাসে সিরিজটি আয়োজন করতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড রাজি না থাকায় আপাতত সিরিজটি হচ্ছে না।’
অবশ্য কয়েক দিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান ঘোষণা দিয়েছিলেন, মে মাসে বাংলাদেশ সফরে আসতে চায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তা নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু অল্প কয়েক দিনের মাথায় সিরিজটি বাতিল হয়ে গেল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন