বাংলাদেশ সিরিজ আমাদের জন্য কঠিন হবে: বাটলার

বাংলাদেশ তাদের সর্বশেষ ছয়টি ওয়ানডে সিরিজের ছয়টিতেই জয় পেয়েছে। টাইগারদের এবারের মিশন ইংল্যান্ড সিরিজ। আগামী ৭ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
সিরিজ খেলতে গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছায় ইংল্যান্ড ক্রিকেট দল। শনিবার মিরপুরের একাডেমি মাঠে প্রথমদিন অনুশীলন করেছে ইংলিশরা।
এদিন ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক জস বাটলার বলেন, বাংলাদেশ অসাধারণ দল। গত ১৮ মাস তারা দারুণ ক্রিকেট খেলছে। সিরিজটা আমাদের জন্য কঠিন হবে। তবে, আমরাও এখানে ভালো ক্রিকেট খেলতে চাই।
তিনি আরও বলেন, এখানকার কন্ডিশন আমাদের জন্য সহজ না। আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। এর আগেও আমরা এখানে এসেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমরা এখানে ভালো কিছু করতে চাই।
বাটলার বলেন, আমাদের দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় ইয়ন মরগ্যান, জো রুট ও আলেক্স হেলস এই সিরিজে নাই। তারা থাকলে ভালো হতো। তবে, অন্য যারা আছে তাদের সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে।
বাংলাদেশের বোলিং সাইড নিয়ে তিনি বলেন, বাংলাদেশ স্পিনে শক্তিশালী। গত দুই বছর ধরে তারা পেস বোলিংয়েও ভালো করছে।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ৯ ও ১২ অক্টোবর।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন