বাংলামেইলের তিন সাংবাদিকের জামিন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় অনলাইন নিউজপোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ আদেশ দেন।
তিন সাংবাদিকের পক্ষে তাঁদের আইনজীবী প্রিয়লাল সাহা জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তাঁদের নির্দোষ বলে দাবি করেন আইনজীবী।
শুনানি শেষে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহসম্পাদক প্রান্ত পলাশের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।
এর আগে ৯ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তিন সাংবাদিককে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে নিউজপোর্টালটিতে একটি সংবাদ প্রকাশিত করা হয়।
ওই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তিন সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ৮ আগস্ট দুপুরে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন