বাংলার টাইগার মুস্তাফিজের দুর্দান্ত বোলিং তেজের কারণে বাদ পড়লেন ট্রেন্ট বোল্ট
গত আইপিএলের চমকের নাম মুস্তাফিজ। তার বোলিং তেজের কারণে সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে কেউ দাঁড়াতেই পারছে না।
মুস্তাফিজের এমন পারফরম্যান্সে সবাই যখন খুশি তখন নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট হতাশ। কারণ, অভিষেক আইপিএলে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং তেজের কারণে আসন্ন টুর্নামেন্টে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে ট্রেন্ট বোল্ট বাদ পড়েছেন বলে মনে করছে ‘মুম্বাই মিরর’।
‘মুম্বাই মিরর’ মনে করছে, মোস্তাফিজ থাকায় বোল্টকে আর নেয়নি হায়দ্রাবাদ। শুধু বোল্টই নন, এবার মোট ৪০জন খেলোয়াড়কে তাদের ফ্রাঞ্চাইজি ছেড়ে দিয়েছে। বোল্টসহ এই তালিকায় নিউজিল্যান্ড থেকে মোট তিনজন। অন্যদুজন মুরনো এবং অ্যান্ডারসন। দল পেতে আরো কিছুদিন তাদের অপেক্ষা করতে হবে।
মুম্বাই মিরর জানিয়েছে, হায়দ্রাবাদ বোল্টকে না নেয়ার অন্যতম কারণ মোস্তাফিজ। বাংলাদেশি এই পেসারকে নিলে আর বোল্টের প্রয়োজন পড়ে না বলেই দলটি তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়।
গত মৌসুমে বাঁহাতি পেসার বোল্টকে ছয় লাখ ইউএস ডলার দিয়ে কিনে নিয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ। পত্রিকাটির খবরে বলা হয়, আরেক কিউই অ্যান্ডারসনকেও বাদ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া মুরনোকে নেয়নি কলকাতা নাইট রাইডার্স।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন