বাংলার দর্শক কি দেখছেন ‘অপুর সংসার’, বাকি নন-ফিকশনের হাল কেমন
অনেক আশা জাগিয়ে শুরু হয়েছিল ‘অপুর সংসার’ কিন্তু টিআরপি রেটিংয়ে অনেক অনেক তলায়। দেখে নিন, তালিকায় কোথায় ‘সা রে গা মা পা’ বা ‘দিদি নাম্বার ওয়ান’-এর মতো অনুষ্ঠান।
অনেকেই ধারাবাহিক দেখতে পছন্দ করেন না। প্রতিদিন টেলিভিশনে ডেলি সোপ দেখতে দেখতে বাপান্ত করেন নির্মাতাদের। বাংলা টেলিভিশনে ভাল নন-ফিকশন তেমন নেই, হাতে গোনা কয়েকটি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়— এমন মতামতও দিয়ে থাকেন অনেকে। কিন্তু হাতে গোনা যে কয়েকটি রয়েছে, সেগুলি কি দেখেন দর্শক? সাম্প্রতিক বেশ কয়েক সপ্তাহের টিআরপি তালিকা বলছে, না। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অনেক আলোড়ন জাগিয়ে শুরু হয়েছিল ‘অপুর সংসার’।
কিন্তু গত সপ্তাহে অনুষ্ঠানের টিআরপি রেটিং ছিল ২.৫। আগের সপ্তাহে ছিল ২। তা থেকে একটু বেড়েছে বলা যায়। বাকি নন-ফিকশন অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি টিআরপি ‘সা রে গা মা পা’-র— ৪.৪। তার নীচে ‘দিদি নম্বর ওয়ান’ ও তারও কম ‘রান্নাঘর’ (১.৬)। সেখানে ‘জি বাংলা’-র অনুষ্ঠান তালিকায় টপার যে ধারাবাহিকগুলি, সেই ‘রাধা’ বা ‘আমার দুর্গা’ বা ‘এই ছেলেটা ভেলভেলেটা’-র টিআরপি ৬-এর ঘরে। তার চেয়েও বেশি টিআরপি রয়েছে ‘স্টার জলসা’-র ধারাবাহিকগুলির। শীর্ষে এখন ‘কুসুমদোলা’ ও ‘কে আপন কে পর’। রেটিং ১০-এর কোঠায়। এর পরেই রয়েছে ‘খোকাবাবু’, ‘পটলকুমার গানওয়ালা’ ও ‘মিলনতিথি’ ৮-এর কোঠায় রেটিং নিয়ে।
এই ফিকশন ধারাবাহিকগুলির সবই সেন্টিমেন্টাল ফ্যামিলি ড্রামা। ‘খোকাবাবু’ অবশ্যই একটা কমিক রিলিফ। তবে এর মধ্যে একমাত্র ব্যতিক্রম বলা যায় ‘আমার দুর্গা’-কে, যা অত্যন্ত সিরিয়াস ইস্যু নিয়ে নাড়াচাড়া করছে। ব্যাকড্রপে একটি পরিবার থাকলেও পরিবারের গল্পটা এখানে মুখ্য নয়। হয়তো তাই অন্য অনেক ধারাবাহিকের তুলনায় অনেকটাই পিছিয়ে। ‘কুসুমদোলা’-য় যদি পারিবারিক কোন্দল এতটা তীব্র আকার ধারণ না করতো, যদি ‘কে আপন কে পর’-এর জবা চিরদুখি না হতো, যদি ‘পটল’ ও তার বাবা এত এত চোখের জল না ফেলত অথবা ‘রাধা’ এমন বিরল প্রজাতির ভালমানুষ না হতো, তবে ওই টিআরপি এতদিন ধরে উচ্চমার্গে থাকত কি না সন্দেহ রয়েছে।
অর্থাৎ মোদ্দা কথা হল টেলিভিশনের দর্শক এইগুলিই পছন্দ করেন, এইগুলিই দেখেন। কখনও কখনও আবার বাপান্ত করতে করতেই দেখেন। তাই ফিকশনের তুলনায় নন-ফিকশন এতটা পিছিয়ে। নির্মাতাদের দোষ দিয়ে লাভ নেই। চ্যানেলগুলিকেও নয়। আসলে বেচতে সেটাই হয়, যেটা মানুষ চাইছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন