বাংলালিংকের গ্রাহকদের জন্য এমজ্যামসের মিউজিক
এখন থেকে বাংলালিংকের গ্রাহকেরা এমজ্যামস অ্যাপের মাধ্যমে সরাসরি মিউজিক সেবা পাবেন। সম্প্রতি মোবাইলফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও ডিজিটাল কনজ্যুমার টেকনোলজি প্রতিষ্ঠান মোবি মিডিয়ার মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়।
এর আওতায় বাংলালিংক ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড প্ল্যাটফরমে এমজ্যামস মিউজিক স্ট্রিমিং অ্যাপটি সাবস্ক্রাইব এবং ও তাদের ফোন ব্যালেন্স থেকে প্রতিদিন মাত্র ২ টাকার বিনিময়ে সর্ববৃহৎ মিউজিক সম্ভার থেকে পছন্দেরটি বেছে নিতে পারছেন।
বাংলালিংক গ্রাহকদের বিশ্বমানের তথ্য-বিনোদন সেবা দিতে মিউজিক, মুভি, সোশ্যাল ও অন্যান্য তথ্যসেবার পসরা নিয়ে আসছে বলে জানায় মোবি মিডিয়া ইন্টারন্যাশনাল। বর্তমানে এমজ্যামস মিউজিক স্ট্রিমিং অ্যাপে আছে দেশি-বিদেশি গানের সুবিশাল সংগ্রহ। বিশেষ করে আন্তর্জাতিক গানের সর্ববৃহৎ সম্ভার এটি। শুধু গ্রাণের বৈচিত্রেই নয়, এখন কোন গানের ট্রেন্ড চলছে বা কোন মুডে কি ধরনের গান আপনার পছন্দ হতে পারে এমজ্যামসের চৌকশ প্রযুক্তি আপনাকে সেটার পরামর্শও দিবে।
এ প্রসঙ্গে বাংলালিংকের হেড অফ কন্টেন্ট জিয়াউল হক শিকদার বলেন, ‘আমরা প্রকৃত অর্থেই একটি ডিজিটাল সেবা দানকারী প্রতিষ্ঠান হওয়ার লক্ষ্যে কাজ করছি। বিনোদনের চিরায়ত মাধ্যমগুলোর বাইরে এ ধরনের সেবাকে আমরা নতুন করে পৌঁছে দিতে চাই গ্রাহকদের কাছে।`
দেশি গানের পাশাপাশি ইউনিভার্সাল মিউজিক, সনি মিউজিক ও ওয়ার্নার মিউজিক গ্রুপসহ পৃথিবীর বিখ্যাত সব সংগীত প্রতিষ্ঠানের গানের সম্ভার আছে এমজ্যামস মিউজিক স্ট্রিমিং অ্যাপে।
মোবিমিডিয়া ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ডেভিড ভ্যান হারওয়ার্ড বলেন, বাংলালিংকে সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। গত মার্চ থেকে আমরা বাংলাদেশে এমজ্যামসের কাজ শুরু করি। বাংলালিংকের সর্বোৎকৃষ্ট নেটওয়ার্ক ও গ্রাহক সেবার সঙ্গে যুক্ত হোয়ার ফলে এদেশের সংগীতপ্রেমীদের কাছে এমজ্যামসকে নিয়ে যেতে আরও সহজ হবে আমাদের জন্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন