বাংলালিংক স্টোর’-এ প্রতিঘণ্টায় ফ্রি স্মার্টফোন

গ্রাহকদের এক ছাদের নিচে সবধরনের উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্যে বাংলালিংক চালু করেছে ‘বাংলালিংক স্টোর’। এ উপলক্ষে গ্রাহকরা বাংলালিংক মনোনীত স্টোর থেকে নির্ধারিত প্রোমোশনাল অফারের সময়ে একটি স্মার্টফোন কিনে জিতে নিতে পারবেন আকর্ষণীয় স্মার্টফোন ও অ্যাকসেসরিজ।
স্টোরগুলো থেকে বাংলালিংক গ্রাহকরা নতুন বাংলালিংক সংযোগ, সিম রিপ্লেসমেন্ট, পোস্ট পেইড সংযোগের বিল প্রদান, প্রিপেইড সংযোগ, রিচার্জ, মোবাইল অর্থ সেবা (অ্যাকাউন্ট খোলা, টাকা গ্রহণ বা পাঠানো), ভ্যালু অ্যাডেড সেবা, ইন্টারনেট সেবাসহ যাবতীয় সেবা পাবেন।
স্মার্টফোনে আকর্ষণীয় অফারের সঙ্গে গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা দিতে দেশের গুরুত্বপূর্ণ জেলা ও থানা শহরগুলোতেও ‘বাংলালিংক স্টোর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে বাংলালিংক-এর প্রধান কার্যালয়ের সামনে ফ্ল্যাগসিপ ‘বাংলালিংক স্টোর’ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এরিক অসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার (১ আগস্ট) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টোর উদ্বোধন উপলক্ষেবাংলালিংক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে প্রতিঘণ্টায় (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) আকর্ষণীয় স্মার্টফোন ও অ্যাকসেসরিজ জিতে নেওয়ার সুযোগ। গ্রাহকরা বাংলালিংক মনোনীত স্টোর থেকে নির্ধারিত প্রোমোশনাল অফরের সময়ে একটি স্মার্টফোন কিনে এই অফার উপভোগ করতে পারবেন।
প্রতিঘণ্টায় প্রথম গ্রাহক পাবেন একটি স্মার্টফোন, দ্বিতীয় গ্রাহক পাবেন একটি সেলফি স্টিক, তৃতীয় গ্রাহক পাবেন একটি ব্যাকপ্যাক এবং বাকি গ্রাহকরা পাবেন ১০০ টাকার টকটাইম ।
বাংলালিংক গ্রাহকরা এই স্টোর থেকে স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহারের সম্পর্কে নানা ধরনের তথ্য ও অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ পাবেন। স্টোরে থাকা ডিসপ্লেকৃত স্মার্টফোনের মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারেরও সুযোগ পাবেন। দেশব্যাপী বাংলালিংক স্টোরগুলো চালু হলে এসব কেন্দ্র থেকে ৩ কোটি ২০ লাখেরও বেশি বাংলালিংক গ্রাহক যাবতীয় ডিজিটাল ও টেলিকম সেবা গ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপিএত আরও বলা হয়েছে, ‘বাংলালিংক স্টোর’ উদ্বোধন অনুষ্ঠানে বাংলালিংক-এর সিইও এরিক অস্ বলেন, ‘বাংলালিংক-এ আমরা বিশ্বাস করি যে, গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদান এবং সেবাগুলো সহজলভ্য করতে গ্রাহকদের কাছাকাছিসেবা কেন্দ্র থাকা আবশ্যক। সে লক্ষ্যেই দেশব্যাপি ‘বাংলালিংক স্টোর’ চালুর মাধ্যমে আমরা বাংলালিংক-এর সব ধরনের সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। গ্রাহকরা ‘বাংলালিংক স্টোর’ থেকে সব ধরনের টেলিকম চাহিদা পুরণ করতে পারবেন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ায় নিজেকে সম্পৃক্ত করতে পারবেন। বাংলালিংক সবসময় গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন