বাংলাসহ সাতটি ভাষায় মুক্তি পেল ‘ফ্যান’ ছবির গান (ভিডিও সহ)


‘ফ্যান’ ছবির ‘জাবরা’ গান মুক্তির পর থেকেই ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউডের কিং শাহরুখ খানের এই ছবির গানটির বাংলা ভার্শন বের করেছে যশ রাজ ফিল্মস। আর বাংলা ভার্শন গেয়েছেন অনুপম রায়।
তবে শুধু বাংলায় নয়, এই গানটি বাংলাসহ তামিল, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, ভোজপুরী ভার্শনেও বের করা হয়েছে।
গুজরাটি ভার্শন গেয়েছেন আরভিন্দ ভেগদা। মারাঠি আভধুত গুপতে গেয়েছেন, পাঞ্জাবি গেয়েছেন হরভাজন মান, ভোজপুরী গেয়েছেন মনোজ তিওয়ারি, তামিল নাকাশ আজিজ গেয়েছেন।
ইতিমধ্যে ‘জাবরা’ গানটির হিন্দি ভার্শন ইউটিউবে দেখা হয়েছে প্রায় ৪০ লাখের মতো। হিন্দি ভার্শন গেয়েছেন নাকাশ আজিজ। ‘ফ্যান’ ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৫ এপ্রিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













