বাংলা ছেড়ে যাওয়ার আগে যা বলে গেলেন ‘ভুতু’

শহরের মেয়ে আর শহরে নেই। সে পাড়ি জমিয়েছে আরব সাগরের তীরের সেই মায়াবী শহরে। পুরনো পাড়া, পুরনো স্কুল, আর তার খুব খুব প্রিয় বাংলার টেলিজগৎ— সবাইকে ছাড়তে হয়েছে।
অনেকটা মন কেমন নিয়ে সে যেমন গিয়েছে, অনেকটা মন কেমন সে দিয়েও গিয়েছে তাঁদের যাঁরা প্রায় দু’বছর ধরে তার জীবনের অঙ্গ হয়ে উঠেছিল। বিশেষ করে তার পর্দার মা। ভুতু কতটা জড়িয়ে গিয়েছে তাঁর পর্দার মা অভিনেত্রী মিমি দত্তের সঙ্গে সেটা কিছুদিন
আগেই দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন।
ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও নিয়মিত যোগাযোগ ছিল দু’জনের। মাঝেমধ্যে দেখাও হতো। কিন্তু এখন তো আর চাইলেই দেখা হবে না। ছোট্ট ভুতু এখন মুম্বইতে। জি টিভি কর্তৃপক্ষ তাকে নিয়ে গিয়েছে সেখানে। এবার হিন্দি টেলিভিশনে একই রকম কনসেপ্ট অনুযায়ী তৈরি হচ্ছে নতুন ধারাবাহিক। শুধু গল্পের গতিপ্রকৃতিটা আলাদা হবে।
ভুতু কি মিস করছে মিমিকে। আর কতটা মিস করছে তাকে মিমি? ‘‘একটু আগেই কথা হল ভুতুর সঙ্গে কিন্তু বেশিক্ষণ কথা বলতে পারল না, মক শ্যুট চলছিল। কাকিমা অনেকক্ষণ কথা বলল। যাওয়ার আগে বলে গেল, খুউউব মিস করব মা তোমাকে। ফোন করবে কিন্তু। আমি বললাম, করব মা। ভীষণ ইমোশনাল লাগছে। কাকিমা যখন এই অফারটা পেয়েছিল তখন আমায় ফোন করেছিল রাতের বেলায়।’’ বললেন মিমি, ‘‘কষ্ট হবে ওকে অত দেখতে পাব না যখন চাইব। কিন্তু ও বড় হবে, এটাই বড় কথা।-এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন