বাইরের জগতে কতটা উষ্ণ পর্ণষ্টারদের জীবন !

পর্ণহজগতের প্রতি অমোঘ আকর্ষণ প্রায় সকলের। কেউ কি কখনও ভেবে দেখেছেন, শ্যুটিং-এর বাইরে পর্নস্টারদের জীবনে যৌনতা কতটা থাকে?
পেশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যৌনতা। তার পরেও কি পর্নস্টারদের জীবনে যৌনতা থাকে? এ নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। ১৭৭ জন পর্নস্টারকে প্রশ্ন করা হয় তাঁদের ব্যক্তিগত জীবনে যৌনতা নিয়ে।
তাতে দেখা গিয়েছে, ফিল্মের বাইরে মহিলা পর্নস্টাররা গত এক বছরে গড়ে প্রায় ১০ জনের সঙ্গে সেক্স করেছেন। সারা জীবনে এই সংখ্যাটা প্রায় ৭৫-এ পৌঁছায়!
পুরুষ পর্নস্টারদের ক্ষেত্রে ফিল্মের সেটের বাইরে গত বছরে গড়ে ৮ জন সেক্সুয়াল পার্টনার চিলেন। কিন্তু সারাজীবনের হিসেবে তাঁরা অনেকটা এগিয়ে মহিলা পর্নস্টারদের ক্ষেত্রে। সংখ্যাটা দেড়শো পেরিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন