বাগদাদে আইএসের আত্মঘাতী হামলা, নিহত ৪৬

ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুয়িত এলাকায় আত্মঘাতী হামলায় ৪৬ নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। খবর এএফপি, বিবিসির।
বাগদাদের উত্তরাঞ্চলে শাহাব এলাকার শোকানুষ্ঠানে জড়ো হওয়া মানুষের মধ্যে শনিবার এ হামলা চালানো হয়।
পরে এ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিবৃতি দিয়েছে।
ইরাকি বাহিনী আইএসের শক্ত ঘাঁটি মসুল উদ্ধারের চেষ্টার প্রস্তুতির মধ্যে এ হামলার ঘটনা ঘটল।
এক প্রত্যক্শদর্শী জানান, সেখানে আগতদের মধ্যে মধ্যাহ্নভোজের খাবার বিতরণ করছিলেন তিনি। বিস্ফোরণের পর তার কাছেই মাটিতে ২০ দেহ পড়ে থাকতে দেখেন।
পুলিশ জানিয়েছে, শনিবার পৃথক দু’টি জঙ্গি হামলায় উত্তর বাগদাদে আরও ১২ জন নিহত হয়েছে।
টিকরিট শহরের পূর্বে মালহাতে ফেডারেল পুলিশ অফিসের কাছে আত্মঘাতী বিস্ফোরণে ৮ জন নিহত ও ১১ জন আহত হয়।
আর ইসহাকি এলাকায় স্থানীয় উপত্যকা বাহিনীর গুলিতে দুই জঙ্গি, তাদের স্ত্রী ও তিনটি সন্তান নিহত হয়েছে।
এরআগে জুলাইতে বাগদাদে এক ভয়াবহ বোমা হামলায় তি শতাধিক মানুষ নিহত হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন