বাগাতিপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফাতেমা (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নন্দিকুজা গ্রামের ঈদু প্রামানিকের ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর পূর্বে সিরাজগঞ্জের বেলকুচি থানার বটতলা ভাঙ্গাবাড়ি গ্রামের আশরাফের মেয়ে ফাতেমাকে বিয়ে করেন আনোয়ার। বিয়ের পরও নিজের লেখাপড়া চালিয়ে যেতে নন্দিকুজা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হন ফাতেমা।
পরিবারের ভাস্যমতে, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ফাতেমার সঙ্গে স্বাভাবিক কথা হয় পরিবারের। বিকেল ৪টার পর ঘরের দরজা বন্ধ থাকতে দেখে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো প্রতি উত্তর না পেয়ে জানালার ফাঁক দিয়ে ফাতেমাকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখেন তারা। এ সময় দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. হামিদুল মুলক এ প্রতিবেদককে বলেন, “নিহতের পরিবারের দাবি, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, কিন্তু নিহতের গলায় দাগ না পাওয়ায় ময়নাতদন্তের পূর্বে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় মডেল থানার ওসি আমিনুর রহমান বলেন, “এ বিষয়ে ইউডি মামলা হয়েছে। নিহতের ব্যাপারে প্রাথমিকভাবে কোনো ধারণা করা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। মেডিক্যাল রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ
নাটোরে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
জেলার গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে দুই পরিবারের চার শিশুর মৃত্যুবিস্তারিত পড়ুন
নাটোরে বিয়ের ঘটকালী করতে গিয়ে ধর্ষণের শিকার নারী
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের ঘটকালী করতে গিয়ে এক নারী ঘটকবিস্তারিত পড়ুন
নাটোরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
আজ সোমবার নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবাবিস্তারিত পড়ুন