বাগেরহাটে অবৈধভাবে বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরের গাছ অবৈধভাবে কেটে ফেলা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয় পরিচালনা পরিষদের কয়েক কর্মকর্তা প্রাচীন কিছু গাছ বিক্রি করে দিয়েছে। এতে বিদ্যালয়ের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়েছে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শতবর্ষ প্রাচীন বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় চত্বরে থাকা ৩০ থেকে ৪০ বছরের পুরনো ১২টি মেহগনি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেয় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যরা।
গত রোববার সকালে গাছ কাটা শুরু করলে এলাকাবাসী বাধা দেয়। কিন্তু সে বাধা উপেক্ষা করে গাছগুলোর অধিকাংশই কেটে ফেলা হয়। এর প্রতিবাদে সোমবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।
তবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার জানান, নিয়ম মেনেই গাছগুলো কাটা হয়েছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলছেন, প্রতিষ্ঠানটি নিয়ম না মেনেই গাছগুলো কেটে ফেলেছে।
ফকিরহাটের বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়টি ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন