বাগেরহাটে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলার ডুবি

বাগেরহাটে দড়াটানা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে বাগেরহাট-মোড়েলগঞ্জ নৌরুটের দড়াটানা নদীর দোয়ানির খাল এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।
তবে যাত্রীরা সবাই সাঁতরে নদীর পাড়ে উঠেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রলার ও মালামাল হেফাজতে নেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি বাগেরহাট দড়াটানা ব্রিজের নিচ থেকে ছেড়ে মোড়েলগঞ্জের ডেউয়াতলার উদ্দেশে যাচ্ছিল। ছেড়ে যাওয়া ট্রলারটি অতিরিক্ত বোঝাই থাকায় দোয়ানিখাল এলাকায় এসে ট্রলারটি একপাশে কাত হয়ে পানিতে তলিয়ে যায়।
এ সময় স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা সাঁতরে নদীর দু’পাড়ে উঠতে সক্ষম হন। পরে ডুবে যাওয়া ট্রলারটি নদীর চরে টেনে আনা হয়। তবে ট্রলারের মালিক খোকন হাওলাদার ও চালক পালিয়ে গেছেন।
বাগেরহাটের বেমরতা ইউনিয়নের চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম মিঠু জানান, ট্রলার ডুবির খবর পেয়ে স্থানীয় লোকজন নিয়ে অন্য দুই ট্রলারের সহায়তায় নারী পুরুষসহ প্রায় ৪০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।
বাগেরহাট মডেল থানার এসআই কামরুল ইসলাম ট্রলার ডুবির ঘটনায় কোনো যাত্রী নিখোঁজ নেই বলে জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন