রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাগেরহাটে চাষ হচ্ছে ‘নেদারল্যান্ডের লিলিয়াম’

দেশের মাটিতে নতুন সংযোজন লিলিয়াম ফুল। এটি শীতপ্রধান দেশের হলেও বাংলাদেশের মাটিতে চাষ হচ্ছে। বিদেশের মাটিতে লিলিয়াম রোপণ করার পর ফুল ফুটতে যতদিন সময় লাগে, তার চেয়ে অর্ধেক সময়ে দেশের মাটিতে ফুল ফুটেছে।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গারফা গ্রামে নেদারল্যান্ডের লিলিয়াম ফুল চাষ করছেন তরুণ উদ্যোক্তা প্রকৌশলী ফয়সাল আহমেদ। পরীক্ষামূলকভাবে নিজের নার্সারিতে ফুল ফোটাতে সফল হয়েছেন। এখন তিনি দেশের মাটিতে বাণিজ্যিকভাবে এটি চাষ করতে চান।

জেলার মোল্লাহাট উপজেলার গারফা গ্রামে গিয়ে দেখা গেছে, মধুমতী নদীর কাছে মধুমতী এগ্রো অ্যান্ড নার্সারি। প্রায় এক শতক জমির ওপর এক ফুট দূরত্বের মধ্যে সারিবদ্ধভাবে লিলিয়াম রোপণ করা হয়েছে। পলিনেট হাউজের মধ্যে (উন্নতমানের ইউভি পলি ও শেড নেট অয়েলপেপারে আবৃত ফুল বাগান) প্রায় আড়াই ফুট উচ্চতার গাছে গাছে অনেকটা লাল রঙ্গের লিলিয়াম ফুল ফুটে আছে। প্রতিটি ফুলে ৬টি পাপড়ি। আবার অনেক গাছে কুঁড়ি ফুল ফোটার অপেক্ষায় রয়েছে।

বিভিন্ন এলাকার মানুষ ফয়সাল আহমেদের নার্সারিতে বিদেশি ফুল দেখতে ভিড় জমাচ্ছেন। অনেকেই আবার বাণিজ্যিকভাবে লিলিয়াম চাষের আগ্রহের কথা জানাচ্ছেন।

জানা গেছে, নেদারল্যান্ড, ইউরোপ ও উত্তর আমেরিকার শীত প্রধান দেশগুলোতে লিলিয়ামের ব্যাপক চাষ হয়। ফুল সাধারণ সাদা, হলুদ, কমলা গোলাপি, লাল ও বেগুনি রঙের। আলো সহ্য করতে পারে না বলে ঠাণ্ডা ও আলোবিহীন জায়গায় লিলিয়াম ফুল চাষ করতে হয়। দেশের মাটিতে বাণিজ্যিক সম্ভাবনার আশা জাগাচ্ছে বিদেশি এ ফুল।

উদ্যোক্তা ফয়সাল আহমেদ জানান, নতুন যেকোনো বিষয়ে তার আগ্রহ অনেক বেশি। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে লিলিয়াম সম্পর্কে জানতে পারে তিনি। বাণিজ্যিক চাহিদা থাকা এটি চাষের পরিকল্পনা গ্রহণ প্রকাশ করেন তিনি। লাল তীর নামে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করেন। এরপর তাদের সহযোগিতায় নেদারল্যান্ড থেকে দুই জাতের ২০০টি বাল্ব (কন্দ) এনে পরীক্ষামূলক তার চাষ করেন। চলতি বছরের ৩১ অক্টোবর প্রায় এক শতক জমিতে ওই বাল্ব রোপণ করা হয়। এক স্কয়ার ফুট অন্তর অন্তর বাল্ব রোপণ করা হয়। মাটিতে ভার্মিকম্পোস্ট, কোকডাস্ট ব্যবহার করা হয় এবং ছত্রাকনাশক স্প্রে করা হয়। পুরোপুরি জৈবিক পদ্ধতিতে চাষ করা হয়েছে। মাত্র ১০ থেকে ১২ হাজার টাকা তার ব্যয় হয়েছে বলে তিনি জানান।

ফয়সাল জানান, শীতপ্রধান দেশে সাধারণত দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা এলাকায় লিলিয়াম চাষ হয়। ৬৫ থেকে ৭০ দিনের মাথায় গাছ থেকে ফুল হারভেস্টিং করা হয়। কিন্তু তার নার্সারিতে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রায় লিলিয়ামের চাষ করা হয় এবং ৩৩ দিনের মাথায় গাছে ফুল ফুটেছে। একটি গাছে সর্বোচ্চ সাতটি পর্যন্ত ফুল ফুটে আছে। ফুলদানিতে এই ফুল প্রায় এক মাস সতেজ থাকে এবং সুঘ্রাণ ছড়ায়।

মধুমতি নদীর কাছে মধুমতি এগ্রো অ্যান্ড নার্সারিতে ফোটা লিলিয়াম/ইউএনবি

ফয়সাল আহমেদ আরও জানান, ঢাকার ফুলের বাজারে প্রতিটি লিলিয়াম ফুল খুচরা ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়।

মোল্লাহাটের উদয়পুর গ্রামের নার্সারি ব্যবসায়ী মো. মেহেদী হাসান জানান, আগামীতে বাল্ব সংগ্রহ করে তিনি লিলিয়াম চাষ করবেন।

গোপালগঞ্জ জেলার চরগোবরা গ্রামের কৃষি উদ্যোক্তা মো. রমজান শেখ বলেন, “এই ফুলের অনেক বাজার মূল্যে রয়েছে। দেশে বাণিজ্যিকভাবে লিলিয়াম ফুল চাষ করা গেলে, বিদেশেও রপ্তানি সম্ভব।”

লাল তীর সিড লিমিটেডের খুলনা বিভাগীয় ম্যানেজার মো. জুন্নুন রহমান জানান, নেদারল্যান্ড থেকে তারা লিলিয়াম ফুলের বাল্ব আমদানি করেন। দেশে-বিদেশে লিলিয়ামের ব্যাপক চাহিদা রয়েছে। ফুল বিক্রির জন্য লাল তীরের পক্ষ থেকে পাইকারি ফুল ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগ করিয়ে দিচ্ছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফারজানা নসরীন খান জানান, লিলিয়াম ফুলের দু’টি জাত রয়েছে। এর মধ্যে ওরিয়েন্টাল জাতের ফুল বেশি সুগন্ধি এবং এশিয়াটিকের গন্ধ সামান্য। ২০১৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিটে গবেষণা শুরু করা হয় এটি নিয়ে। ২০১৭ সালে আমরা বাল্বসহ উৎপাদন প্যাকেজ উদ্ভাবন করতে সফল হয়েছি। কৃষি গবেষণা ইনস্টিটিউ এখন লিলিয়ামের বাল্ব উৎপাদন করছে।

তিনি বলেন, “কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ফুল উৎপাদন, বাল্ব উৎপাদন, পরবর্তী বছরের জন্য বাল্ব সংরক্ষণের জন্য উদ্যোক্তাদের সব ধরনের তথ্য দেওয়া হয়। ফুলের বাল্ব উৎপাদন এবং সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

ড. ফারজানা জানান, একটি প্রকল্পের আওতায় যশোর, রংপুর, গাজীপুর ও সাভার এলাকার ১৬ জন চাষিকে বাণিজ্যিকভাবে লিলিয়াম ফুল চাষের জন্য উদ্বুদ্ধ করা হয়। ২০২১-২০২২ সাল থেকে তারা বাণিজ্যিক ভাবে লিলিয়াম ফুল চাষ করছেন। বাণিজ্যিকভাবে চাষের জন্য এশিয়াটিক জাতের ফুল চাষের পরামর্শ দেন এ বৈজ্ঞানিক কর্মকর্তা।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, “দেশের মাটি লিলিয়াম চাষের জন্য উপযোগী। এখন দেশের বিভিন্ন অঞ্চলে এটির চাষ ছড়িয়ে দিতে হবে। এ ফুল চাষের জন্য উদ্যোক্তা তৈরি করতে হবে এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। এ ক্ষেত্রে সরকারি সহযোগিতা পেলে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। বাণিজ্যিকভাবে লিলিয়াম চাষ করা গেলে অর্থনীতিতে অবদান রাখবে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

শীতে যেসব খাবার খেলে শিশুরা সুস্থ থাকবে

শীতে ঠিক কোন-কোন নিয়ম মেনে চললে সন্তান দ্রুত সেরে উঠবে?বিস্তারিত পড়ুন

বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন-জয়া

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেনবিস্তারিত পড়ুন

আন্দোলনে হামলা-হুমকি-র‌্যাগিংসহ বিভিন্ন অপরাধে রাবির ৩৩ শিক্ষার্থীকে শাস্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলা-হুমকি-র‌্যাগিংসহ বিভিন্ন অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)বিস্তারিত পড়ুন

  • বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, ঢাকা দ্বিতীয়
  • ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষ, নিহত ১
  • ইজতেমায় যাওয়ার পথে যাত্রীবাহী নৌকায় ডাকাতি
  • উপদেষ্টা হাসান আরিফ আর নেই
  • গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: ডোপ টেস্টে গ্রেপ্তার দুজন ‘পজিটিভ’
  • সেন্টমার্টিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • বিশ্বব্যাংকের ১.১৬ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
  • সাভারে চলন্ত বাসে ডাকাতি, আহত ৫
  • মেট্রোরেল স্টেশনে ‘র‍্যাপিড পাস’ বিক্রি শুরু
  • আসিফ নজরুল: অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৬%
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: ইজতেমার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন