বাগেরহাটে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলায় নাশকতার মামলায় জেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শরণখোলা থানা পুলিশ উপজেলার রায়েন্দা বাজার এলাকা থেকে মো. মতিয়ার রহমান খান (৫৫) নামে ওই নেতাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মতিয়ার রহমান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, বিএনপি নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে গত বছর অক্টোবর মাসে শরণখোলা উপজেলার খোন্তাকাটার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় নাশকতা এবং বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, মতিয়ার রহমানের বিরুদ্ধে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ না করার অভিযোগ রয়েছে।
শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি কামাল হোসেন তার কাছে ৫০ হাজার টাকা পাবে এই মর্মে থানায় অভিযোগ দিয়েছে বলেও জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ

বাগেরহাটে দুই শিক্ষকের বেত্রাঘাতে অজ্ঞান হয়ে ছাত্র হাসপাতলে
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রবিস্তারিত পড়ুন

সরকারি জমি দখলের অভিযোগে আ. লীগ নেতার নামে মামলা
বাগেরহাটের শরণখোলায় সরকারি জমিতে পাকা বহুতল ভবন নির্মাণের অভিযোগে একবিস্তারিত পড়ুন

পাখির হাড় দিয়ে সব রোগের চিকিৎসা করেন ‘পাখিবাবা’!
বাগেরহাট প্রতিনিধি: পাখির হাড় দিয়ে সর্বরোগ সারানোর চিকিৎসা দিয়ে আসছিলেনবিস্তারিত পড়ুন