বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় আহত ৭

বাগেরহাটের শরণখোলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা যুবদল ও ছাত্রদল নেতার হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। নির্বাচনী সহিংসতায় এখানে আহত হয়েছেন অন্তত সাতজন।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা যুবদলের সহ-সভাপতি তালুকদার মো. মধু (৩৮), আ. জলিল (৩৫), স্বপন মীর (৩৬) ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রিন্স (৩০)। এদের মধ্যে গুরুতর আহত মধু, জলিল, স্বপন ও প্রিন্সকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও আসাদুজ্জামান মামুন (৩৫), মাসুম মীর (৩২) ও মিঠু মীরকে (২৮) শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার রাতে উপজেলা যুবদলের সহ-সভাপতি তালুকদার মো. মধু কয়েকজন সহযোগী নিয়ে উপজেলা হাসপাতালের সামনে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করছিলেন। এসময়ে রায়েন্দা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান মিলনের সমর্থকরা পিটিয়ে ওই যুবদল নেতার ডান হাত ও দুই পা ভেঙে দেয়। পিটিয়ে আহত করে বিএনপি কর্মী জলিলকে। একই দিন বিকেলে রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে জাকির খান ও আ. কুদ্দুস সরদার নামের দুই মেম্বার প্রার্থীর কর্মীর মধ্যে সংঘর্ষে জাকির খানের ৪ কর্মী আহত হয়। এদের মধ্যে স্বপন মীরের অবস্থা আশংকাজনক। একইভাবে খোন্তাকাটা ইউনিয়নে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিন্সকে পিটিয়ে তার বাম পা ভেঙে দেয় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন