বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে পিকআপের ধাক্কা, নিহত ৪
বাগেরহাটে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নারীসহ একই পরিবারের চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বিকালে বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদর উপজেলার মহাদেবের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ বিষয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান বলেন, বাগেরহাট থেকে ১৫ জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মিনি পিকআপ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ওই পিকআপে থাকা সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে নারীসহ চারজন মারা যান। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বাগেরহাট হাইওয়ে পুলিশের ওসি মো. শাহ আলম ফরাজী বলেন, এ যাত্রীরা খুলনার পাইকগাছা থেকে একটি পিকআপ ভাড়া করে বাগেরহাটের হযরত খান জাহান (র:) মাজার জিয়ারত করতে আসেন। মাজার থেকে ফিরে যাওয়ার পথে প্রতিমধ্যে তারা এই দুর্ঘটনার শিকার হন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
বাগেরহাটে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলায় নাশকতার মামলায় জেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে দুই শিক্ষকের বেত্রাঘাতে অজ্ঞান হয়ে ছাত্র হাসপাতলে
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রবিস্তারিত পড়ুন
সরকারি জমি দখলের অভিযোগে আ. লীগ নেতার নামে মামলা
বাগেরহাটের শরণখোলায় সরকারি জমিতে পাকা বহুতল ভবন নির্মাণের অভিযোগে একবিস্তারিত পড়ুন