বাগেরহাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যা মামলায় স্বামী মো. হাবী সরদারকে (৩৫) মৃত্যুদ-ের আদেশ দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদ-প্রাপ্ত হাবী সরদার বাগেরহাটের রামপাল উপজেলার গোলাবেলাই গ্রামের জহির সরদারের ছেলে। হাসিনা বেগম মংলার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি সুপারি কারখানায় কাজ করতেন।
বাগেরহাট আদালতের রাষ্ট্রপক্ষের পিপি শেখ মোহাম্মদ আলী মামলার নথির বরাত দিয়ে বলেন, ২০০০ সালে বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের মো. তোরাব আলী মোল্লার মেয়ে হাসিনা বেগমের সঙ্গে রামপাল উপজেলার গোনাবেলাই গ্রামের জহির সরদারের ছেলে হাবী সরদারের বিয়ে হয়। বিয়ের পর প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। ২০১৪ সালের ২১ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে হাবী সরদার তার স্ত্রী হাসিনা বেগমকে কুপিয়ে ও শ^াসরোধে হত্যা করে পালিয়ে যায়। ওই দিন পুলিশ হাবীকে খুলনা থেকে আটক করে। এ ঘটনায় হাসিনার বড় ভাই মো. শামসুল মোল্লা বাদী হয়ে হাবী সরদারকে আসামি করে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেন। রামপাল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস ওই বছরের ৩১ ডিসেম্বর হাবী সরদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আবু জাফর মল্লিক।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন