বাঙালি নারীর চরিত্রে দীপিকা
বিনোদন ডেস্ক : পিকু’ ছবির পর বাঙালি পরিচালকদের নজরে রয়েছেন দীপিকা পাড়ুকোন। বাঙালি নারীর চরিত্রে নাকি বেশ মানিয়ে গেছেন দীপিকা। ‘দেশি গার্ল’ হিসেবে জনপ্রিয়তায় নতুন পালক জুড়ে গেছে তার মুকুটে। ঘরোয়া বাঙালি মেয়ের আরো গুণ তার মধ্যে রয়েছে। দেখে নিন তার কিছু নমুনা।
১. বাড়িতে বেশ ঘরোয়া মেয়ে দীপিকা। ছোট বোন আনিশাকে দারুণ ভালোবাসেন তিনি। বোনটাকেই নাকি তার অভিনয়ের সবচেয়ে বড় সমালোচক বলে মনে করেন। বাড়িতে থাকলে আনিশাকে নিয়েই সময় কাটে তার। ২. ঘর বাঁধার স্বপ্ন দেখেন তিনি। এমনকি এই বিশাল তারকা খ্যাতি মুহূর্তেই ত্যাগ করতে পারেন সংসারটাকে আগলে রাখার জন্যে। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সময় মতো বিয়ের কাজ সেরে ফেলবেন। সন্তান নিতে খুব বেশি সময় নেবেন না।
স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার তার সবচেয়ে বড় স্বপ্ন। এ কারণেই নাকি তার শাহরুখের পরিবারের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালো লাগে। ৩. দীপিকার ‘মাই চয়েস’ ভিডিওটি যখন বহু সমালোচনার জন্ম দিয়েছে, তখন একটি অলংকার নির্মাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপনার মনটাকে হালকা করে দেবে। সেখানে মা উজ্বালা পাড়ুকোনের সঙ্গে দেখা যায় দীপিকাকে। বিজ্ঞাপনের শেষে মাকে জড়িয়ে ধরে তারকাকে বলতে শোনা যায়, দুনিয়ার কাছে আমি যত খারাপই হই না কেন, তোমার কাছে আমি সব সময়ই ছোট মেয়েটিই থেকে যাবো। ৪. ‘পিকু’ করতে গিয়ে বাংলা শিখেছেন দীপিকা। পরিচালক সুজিতের কাছ থেকে এ ভাষা রপ্ত করতে দেখা গেছে একটি ভিডিও-তে।
যখন কঠিন মনে হয়েছে তখনই তাকে আক্ষেপ করে বলতে শোনা গেছে, আমার উচ্চারণ ভঙ্গিতে উত্তর ভারতীয় ধাঁচ নেই। আছে দক্ষিণী ধাঁচ। ৫. প্রতি তিন মিনিট অন্তর অন্তর কিছু না কিছু চিবোতে দেখা যায় দীপিকাকে। অনেকেই ভাবেন, কঠিন ডায়েট মেনে চলেন তিনি। কিন্তু আসলে এই তারকার কোনো ডায়েটই নেই। ৬. ‘পিকু’র শুটিং হয়েছিল ভারানাসিতে। এ শহরটি নাকি দারুণ মনে ধরে তার। সুযোগ পেলেই শহরের আনাচে-কানাচে হেঁটে বেড়িয়েছেন তিনি। এ শহরের মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠেছেন দীপিকা। ৭. আসছে ‘বাজিরাও মাস্তানি’। এ ছবিতে তলোয়ারের ব্যবহার শিখতে হচ্ছে তাকে। বিশ কেজি ওজনের বর্ম পরে যুদ্ধ করতে হবে তাকে। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন দীপিকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন