বাচ্চাকে কোলে নিতে না জানলেই বিপদ!
বাচ্চাকে কোলে নিতে না জানলে বা ভুলভাবে কোলে নিলে ঘটতে পারে দুর্ঘটনা। এ থেকে বাচ্চার ঘাড়ের সমস্যা তো হয়ই, কখনো হতে পারে মস্তিষ্কের ক্ষতি। দীর্ঘ মেয়াদে বাচ্চার বুদ্ধি ও পড়াশোনায়ও ব্যাঘাত ঘটতে পারে।
আসলে বাচ্চাকে কোলে নেওয়ারও কৌশল আছে। প্রথম কয়েক সপ্তাহ শিশুকে খুব নরমভাবে কোলে নিতে হবে। বাচ্চার ঘাড় শক্ত হতে তিন থেকে চার মাস সময় লাগে।এই সময় বাচ্চাকে কোলে নিতে তাই সাবধান থাকতে হবে। একটি হাত পিঠে আর একটি হাত ঘাড়ের কাছে রাখতে হবে। সাধারণত শিশুকে কোলে নেওয়ার সময় বুকের ওপর নিয়ে মাথাটা কাঁধে রাখা হয়।
খুব ছোট শিশুদের কাঁধে কোলে না নিয়ে শিশুকে শোয়ানো অবস্থায় এক হাতে ঘাড় ও পিঠ, অন্য হাতে শরীরটাকে ধরুন। এতে শিশুর কোমর এবং সংলগ্ন অংশের গড়নে বেশকিছু উপকার পাওয়া যায়। মনে রাখতে হবে শিশুর ঘাড় শক্ত হতে তিন মাস লাগে। তাই এই সময় শিশুর ঘাড় যেন সাপোর্ট ছাড়া পড়ে না যায় সেদিকে খেয়াল রাখুন। একটু বড় শিশুদের জন্য ভালো হয়, শিশুকে কোমরে কোলে নিলে। এতে মায়ের কোমরের দুই পাশ দিয়ে শিশুর দুটো পা থাকে। শিশুকে কোলে নেওয়ার উদ্দেশ্যে হাত ধরে টান দেওয়া যাবে না। এতে কাঁধের জয়েন্ট নড়ে যেতে পারে। শিশুকে আদর করার জন্য খুব বেশি ঝাঁকানো বা ওপরের দিকে ছুড়ে মারা একদম নিষেধ।
লেখক : রেজিস্ট্রার, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন