বাজওয়াই কেন পাকিস্তান সেনাপ্রধান?

পাকিস্তানে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়াকে আগামী মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করবেন। ওই দিনই বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফ অবসরে যাবেন।কামার জাভেদের চেয়েও গুরুত্বপূর্ণ পদে কাজ করছিলেন এমন সেনা কর্মকর্তাদের টপকে পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ পদ নিয়োগ পেলেন তিনি।
কেন তাকে নিয়োগ দেয়া হলো?
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চেয়েছেন বলেই এমনটা হয়েছে। পাকিস্তানের ক্ষমতাসীন দলের নেতারা প্রকাশ্যেই এ কথা বলছেন। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম ও বিশেষজ্ঞরা সোমবার এ বিষয়ে মন্তব্য করেছেন।
গণতন্ত্রের প্রতি লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়ার দায়বদ্ধতাই তাকে পাক সেনাবাহিনীর সর্বোচ্চ পদে পৌঁছতে সাহায্য করেছে— এমনটাই মনে করছে পাক সংবাদমাধ্যম।
খ্যাতনামা পাক সংবাদপত্র দ্য নিউজ লিখেছে, জেনারেল বাজওয়ার কর্মজীবনের উপর ভাল করে নজর দিলেই স্পষ্ট বোঝা যাচ্ছে, গণতন্ত্রের প্রতি তার দায়বদ্ধতাই তাকে পাকিস্তানের সেনাবাহিনীর সর্বোচ্চ পদটি এনে দিল।
পাক সংবাদমাধ্যমের ব্যাখ্যা, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এমন এক জনকে সেনাপ্রধান পদে বসাতে চাইছিলেন, যিনি এক দিকে যেমন অভিজ্ঞ যুদ্ধ বিশেষজ্ঞ হবেন, তেমনই অন্য দিকে পাকিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থার কট্টর সমর্থক হবেন। কামার জাভেদ বাজওয়া সেই দুই মাপকাঠিতেই টিকে গেছেন বলে পাকিস্তানের গণমাধ্যমের বক্তব্য।
লেফটেন্যান্ট জেনারেল বাজওয়া ছাড়া আর কারা পাক সেনাপ্রধান হওয়ার লড়াইতে ছিলেন?
পাক মিডিয়া জানাচ্ছে, লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ ওয়াজিদ হুসেইন (চেয়ারম্যান, হেবি ইনডাস্ট্রিজ তক্ষশিলা), লেফটেন্যান্ট জেনারেল নাজিবুল্লাহ খান, (ডিজি, জয়েন্ট স্টাফ, সদর), লেফটেন্যান্ট জেনারেল ইশফাক নাদিম আহমেদ (কোর কম্যান্ডার, মুলতান) এবং লেফটেন্যান্ট জেনারেল জাভেদ ইকবাল রামাদি (কোর কম্যান্ডার, ভাওয়ালপুর)।
দ্য নিউজ-এর রিপোর্ট বলছে, যে কজন লেফটেন্যান্ট জেনারেলের নাম জেনারেল রাহিল শরিফের উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছিল, তারা প্রত্যেকেই একই দিনে মিলিটারি অ্যাকাডেমি থেকে পাশ করেছিলেন। তবে এদের মধ্যে বাজওয়ার কাজের সক্ষমতা, কর্মদক্ষতা এবং অভিজ্ঞতা নিঃসন্দেহে সবচেয়ে বেশি।
কামার জাভেদ বাজওয়া পাক সেনার বৃহত্তম বাহিনী ১০ কোর-এর কমান্ডার ছিলেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের এক বড় অংশের দায়িত্ব রয়েছে এই ১০ কোর-এর উপর। সেই বাহিনীকে দীর্ঘ দিন নেতৃত্ব দেয়ায় কামার জাভেদ বাজওয়া পাকিস্তানের কাশ্মীর নীতি এবং নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি সম্পর্কেও সম্যক ওয়াকিবহাল। সেনাপ্রধান পদের দৌড়ে আর যারা ছিলেন, তাদের কারোরই কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ বাহিনীকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা নেই বলে পাক মিডিয়া সূত্রের খবর।
পাক সংবাদপত্র ডন-এর প্রতিবেদন বলছে, গণতান্ত্রিক সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক প্রসঙ্গে জেনারেল বাজওয়ার যে অপেক্ষাকৃত নরমপন্থী দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই দৃষ্টিভঙ্গিই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নির্ণায়ক হিসেবে প্রমাণিত হল।
পাক বাহিনীতে অমায়িক ব্যবহারের জন্য কামার জাভেদ বাজওয়ার সুনাম রয়েছে বলে পাক মিডিয়ার দাবি। বাহিনীতে তিনি বেশ রসিক মানুষ হিসেবেও পরিচিত। বাহিনীর বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ এবং তার সহজলভ্যতার কারণেও পাক সেনায় তার সুখ্যাতি রয়েছে। প্রচারের আলো এড়িয়ে যাওয়ার প্রবণতা কামার জাভেদ বাজওয়ার আরও একটি চারিত্রিক বৈশিষ্ট্য, দাবি পাক মিডিয়ার।
বাজওয়া প্রচারবিমুখ বলেই বাজওয়া কখনও ক্ষমতা দখলের রাজনীতিতে নামবেন না, আশা পাক রাজনীতিকদের। পরবর্তী সেনাপ্রধান পদে তাকে বেছে নেয়ার ক্ষেত্রে এই সব বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে ডন-এর দাবি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন