‘বাজার’ এর নায়িকা রাধিকা!

অনেক আগে থেকেই সিনেমায় অভিনয় করলেও সুজয় ঘোষের ‘অহল্যা’ দিয়েই নজর কাড়েন রাধিকা আপ্তে। অভিনয়ের দিক থেকে তিনি যেমন সেরা, তেমনি তাকে ঘিরে রয়েছে অনেক বিতর্ক। একাধিক নগ্ন ছবি ফাঁস হওয়ার পরেও দমে যাননি এই অভিনেত্রী। এবার সাইফ আলি খানের বিপরীতে দেখা যাবে রাধিকাকে।
এর আগে রজনীকান্তের মতো বড় তারকার সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন তিনি। উপহার দিয়েছেন একাধিক সফল ও নন্দিত সিনেমা। এবার সাইফ আলি খানের ‘বাজার’ ছবিতে থাকছেন রাধিকা। ২০১৩ সালের হলিউড ছবি ‘দ্য ওলফ অব ওয়াল স্ট্রিট’ থেকে সাইফের ছবিটি অনুপ্রাণিত বলে জানা গেছে।
এই ছবির নির্মাতা সূত্র অভিনেত্রী রাধিকার এই ছবিতে থাকার ব্যাপারটি নিশ্চিত করেছেন। এই ছবিতে রাধিকা আরও অসাধারণ অভিনয় উপহার দেবেন দর্শকদের, এমন আশা প্রকাশ করেছেন ছবির নির্মাতা।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন