শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাজেট অধিবেশন শুরু, চলবে ২৮ জুলাই পর্যন্ত

সংসদ ভবন থেকে : জাতীয় সংসদের বাজেট অধিবেশন বুধবার (১ জুন) বিকেল ৫টায় শুরু হয়েছে। এই অধিবেশন চলবে ২৮ জুলাই পর্যন্ত। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়।

কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রমজানের আগ পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। আর রমজান মাসে সকাল ১০টায় বৈঠক শুরু হবে। তবে বাজেট পেশের দিন বিকাল সাড়ে তিনটায় সংসদের বৈঠক শুরু হবে।

অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার তার স্বাগত বক্তব্যে বাজেট অধিবেশনে সংসদ সদদ্যদের ভূমিকা রাখার আহ্বান জানান। এরপর সভাপতি মন্ডলির সদস্য নির্বাচন করা হয়। যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠক পরিচালনা করবেন। এরপর শোক প্রস্তাব আনা হয়।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনার পর তার জীবনী নিয়ে স্মৃতিচারন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোদী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, সংসদ সদস্য সুরজিত সেনগুপ্ত, আব্দুল রাজ্জাক, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য এম এ মান্নানসহ বেশ কয়েকজন সংসদ সদস্য।

এটি চলমান দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন। আর বর্তমান সরকারের তৃতীয় বাজেট অধিবেশন।

আগামীকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করবেন। এটি হচ্ছে বাংলাদেশের ৪৫তম এবং আওয়ামী লীগ সরকারের ১৭তম বাজেট । আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের দশম বাজেট। এবারের বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে

কার্য উপদেষ্টা কমিটির বৈঠক:
ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের একাদশ অধিবেশন আগামী ২৮ জুলাই চলবে। তবে এই অধিবেশন ঈদুল ফিতর উপলক্ষে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত মুলতবী থাকবে। রমজান মাসে প্রতিদিন সকাল ১০ টায় বৈঠক শুরু হবে । প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন। এছাড়া বাজেট বক্তৃতার ওপর ৪৫ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির সদস্য এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন। কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহাম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশ নেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

জাতিসংঘ: বাংলাদেশে চরম দারিদ্র্যে ৪ কোটি ১৭ লাখ মানুষ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে চরমবিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে বাসার সামনে থেকে পুলিশ সুপারের মোবাইল ফোন ছিনতাই

টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

আসিফ নজরুল: সাকিবের প্রতি মানুষের ক্ষোভ অযৌক্তিক নয়

জনগণের প্রতিবাদ ও ক্ষোভের মুখে দেশে ফিরে ক্যারিয়ারের শেষ টেস্টবিস্তারিত পড়ুন

  • খুলনায় মসজিদে দানের ছাগল নিয়ে সংঘর্ষ, মুসল্লির মৃত্যু
  • নওগাঁয় কিশোর গ্যাংয়ের হামলায় সমন্বয়ক ও শিক্ষার্থী আহত, আটক ৩
  • প্রবারণা পূর্ণিমার বর্ণিল উৎসব বান্দরবানে
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারেক
  • মতিয়া চৌধুরী মারা গেছেন
  • হাইকোর্টে ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকা গ্রাফিতি হেঁটে দেখলেন ড. ইউনূস
  • মাধ্যমিকে ফের চালু হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ
  • তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের রিভিউ আবেদন
  • শিক্ষা ভবনের সামনে সড়কে শুয়ে শিক্ষকদের অবরোধ
  • ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু
  • এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে