সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাটলারের অধীনে খেলবেন না সাবিনারা, গণ অবসরের হুমকি

টানা দুইবার সাফ জয়ী বাংলাদেশ নারী দলের ফুটবলররা হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বডি শেমিংয়ের অভিযোগ এনেছেন। নারী দলের ১৮ ফুটবলার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সংবাদমাধ্যমকে পাঠানো হয়েছে। সেখানে এই বডি শেমিংয়ের কথা উল্লেখ করেছেন তারা। এছাড়া ইংলিশ কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন নারী দলের ফুটবলাররা। তিনি কোচ থাকলে খেলতে চান না তারা, গণ অবসরের হুমকিও দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এই ঘোষণা দেন অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ জন ফুটবলার। বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি ও উৎপীড়নসহ আরও অনেক অভিযোগ তুলে ধরেন ফুটবলাররা।

ফুটবলারদের লিখিত বক্তব্যের শিরোনাম, “নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার ইস্যুতে আমাদের অবস্থান, প্রশ্ন এবং যত অভিযোগ”। লিখিত এই বক্তব্যে একসঙ্গে অবসরের ঘোষণা দেন ফুটবলাররা।

লিখিত বক্তব্যে বিভিন্ন অভিযোগ তুলে ধরে ফুটবলাররা বিষয়টির সমাধান চেয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের দৃষ্টি আকর্ষণ করেছেন। সমাধানের পূর্ব পর্যন্ত বাটলারের অধীনে অনুশীলন ক্যাম্পে অংশ নেবেন না বলে জানান তারা। ফুটবলারদের লিখিত বক্তব্যে বলা হয়েছে, “আমরা আশা করছি বাফুফের মাননীয় সভাপতি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আশু সমাধানের ব্যবস্থা নেবেন। এর আগ পর্যন্ত আমরা পিটারের অধীনে কোনো ট্রেনিং ক্যাম্পে অংশ নেব না।”

বাটলারের বিরুদ্ধে ফুটবলাররা আগে থেকেই অভিযোগ করে এলেও নতুন করে তার সঙ্গে এক বছরের চুক্তি করেছে বাফুফে। কিন্তু ইংলিশ এই কোচকে বাফুফে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলে নিজেদের অবস্থান কী হবে, তা তুলে ধরেন ফুটবলাররা। তারা বলেন, “যেহেতু গত অক্টোবরের পর কোনো ফুটবলারের সঙ্গে বাফুফে কোনো চুক্তি নবায়ন করেনি, তাই আইনত বাফুফে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে না। তারপরও যদি সে রকম কিছু করার সিদ্ধান্ত হয় এবং পিটার বাটলারকেই রেখে দেওয়ার সিদ্ধান্তে বাফুফে অনড় থাকে, তবে আমরা একযোগে পদত্যাগ করতে বাধ্য হব। ভেবে নিব, দেশের নারী ফুটবলে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে।”  

অভিযোগে নারী ক্রিকেটাররা লিখেছেন, কোচ বাটলার তাদের সঙ্গে মাঠ ও মাঠের বাইরে দুর্ববহার করেছেন, হাসি-ঠাট্টা করেছেন। সিনিয়র ও জুনিয়রের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। নারী ফুটবলারদের পোশাক নিয়ে কথা বলতে ছাড়েননি। বডি শেমিং করেছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে বাজে মন্তব্য করেছেন।

এর আগে বুধবার বাংলাদেশ নারী দলের বেশ ক’জন ফুটবলার সংযুক্ত আরব আমিরাত সফরের অনুশীলন ক্যাম্প বয়কট করেন। তখনই জানা যায়, কোচ পিটার বাটলারের সঙ্গে দূরত্বের কারণে তারা অনুশীলন বয়কট করেছেন। এছাড়া নারী ফুটবলাররা অক্টোবরের পর থেকে চুক্তির বাইরে থাকায় বেতন-ভাতা পাচ্ছেন না, বিদেশি খেলার অনুমতি পাচ্ছেন না; এসব কারণে তারা অনুশীলন বর্জন করেছেন বলেও জানা যায়।

নেপালে সাফ জয়ী বাংলাদেশ নারী দলের কোচ ছিলেন বাটলার। গত ১৭ জানুয়ারি তার সঙ্গে দুই বছরের নতুন চুক্তি নবায়ন করেছে বাফুফে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নারীদের কোচ থাকার কথা বাটলারের। তার সঙ্গে চুক্তি নবায়নের আগেই কোচের বিষয়ে আপত্তি ছিল বেশ ক’জন নারী ফুটবলারের। তবে বাফুফে তা আমলে নেয়নি।

সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালেই ফুটবলাররা কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সাফ জেতার পর মনে হয়েছিল, সম্পর্কে কিছুটা স্বাভাবিক হয়েছে। কিন্তু বাটলারের ব্যাপারে নারী ফুটবলারদের অবস্থান যে আগের জায়গাতেই আছে, সেটা বোঝা যায় গত কদিন আগে। ঢাকায় ফিরে গত মঙ্গলবার টিম মিটিং ডাকেন বাটলার, কিন্তু কোনো ফুটবলারই মিটিংয়ে অংশ নেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত