‘বাটারফ্লাই’ নামের ভয়ঙ্কর ডেলিভারি আবিষ্কার করেছেন রুবেল
নতুন এক ডেলিভারি দিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লীগে চমক দেখাতে চাইছেন ইনজুরি থেকে সেরা ওঠা জাতীয় দলের পেসার রুবেল হোসেন। তার এই বিশেষ ডেলিভারির নাম ‘বাটারফ্লাই’। এই ডেলিভারিতে বোলিং অ্যাকশন এবং গ্রিপ ঠিক রেখে নতুন এক স্লোয়ার দেয়ার কৌশল রপ্ত করছেন এই টাইগার পেসার।
রুবেল শেষ ওয়ানডে খেলেছেন নয় মাস আগে। টি টোয়েন্টি খেলেছেন ১৮ মাসেরও বেশি আগে! পুরো ফিট না থেকেই ডিসেম্বরে খেলেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল)। এরপর ইনজুরি কেড়ে নিয়েছে চারটি মাস। প্রিমিয়ার লীগটি এখন রুবেলের জন্য তাই মাঠে ফেরার চ্যালেঞ্জ হিসেবেই বিবেচিত হচ্ছে।
শনিবার অনুশীলনের ফাঁকে রুবেল বলেন, “আমার আসল লক্ষ্য হলো প্রিমিয়ার লীগে ভালো খেলা। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমাকে ভালো বোলিং করতে হবে।”
ইনজুরি কাটাতে টানা রিহ্যাবে ছিলেন রুবেল। তবে অলস সময় কাটাননি সেখানে। ঐ ফাঁকে গবেষণা চালিয়েছেন বোলিং ভ্যারিয়েশন নিয়ে।
নতুন বোলিং অ্যাকশন নিয়ে রুবেল বলেন, “প্রিমিয়ার লীগে হয়তো আমি নতুন এক ধরণের স্লোয়ার দেয়ার চেষ্টা করতে পারি। আমাকে অনেক সিনিয়র ক্রিকেটার বলেছে আমার এই বোলিং অনেক ভালো হচ্ছে। এটা তুই চেষ্টা করতে পারিস ম্যাচে।”
নতুন এই বোলিং অ্যাকশনের নাম কি জানতে চাইলে রুবেল বলেন, “আমার এই বোলিং অ্যাকশনের নাম বাটারফ্লাই। এটা আসলে বলটা ফিঙ্গারের একেবারে সামনের দিকে গ্রিপ করতে হয়। এরপর একই অ্যাকশনে বলটা স্লো হয়ে যাবে”।
পেসার হিসেবে রুবেল হোসেনের লক্ষ্য এখন প্রিমিয়ার লীগে এক নম্বর বোলার হওয়া। প্রিমিয়ার লীগে সেরা পেসারদের তালিকায় জায়গা করে নিতে চান জাতীয় দলের এই পেসার।
রুবেল বলেন, “আমি অবশ্যই প্রথম পাঁচজন বোলারের ভেতর ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো”।
সূত্র- একাত্তর টিভি
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন