বাণিজ্যমন্ত্রী: আওয়ামী লীগ নীতি থেকে এক চুলও সরবে না

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যাদের সঙ্গেই আলোচনা হোক না কেন, আওয়ামী লীগ তার নীতি থেকে এক চুলও সরবে না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রাণ ভান খোয়া। সাক্ষাৎ শেষে সম্প্রতি হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হেফাজত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক জোট হচ্ছে কিনা-সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের যে বৈঠক হয়েছে সে বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই বক্তব্য দিয়ে পরিষ্কার করেছেন। কওমি মাদ্রাসার ১৫ লাখ ছাত্রের স্বীকৃতির বিষয় ঝুলে ছিল, প্রধানমন্ত্রী সেটা নিষ্পত্তি করেছেন। আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রীক দল সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে যাদের সঙ্গেই আলোচনা করুক না কেন, আওয়ামী লীগ তার নীতি থেকে একচুলও সরবে না। ’
তিনি আরও বলেন, ‘ভোটের সময় অনেক কৌশল অবলম্বন করতে হয়, আওয়ামী লীগও সেটাই করছে। সবারই নির্বাচনি কৌশল আছে এবং সেটি থাকবে। ’
তোফায়েল আহমেদ বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনি কাজ শুরু হয়েছে। বিএনপি নির্বাচন করবে কোনও সন্দেহ নেই। তবে গণমাধ্যমের সামনে যেসব কথাবার্তা যা বলছে তা রাজনৈতিক কারণে বলতে হয়। আওয়ামী লীগ একটি বড় দল, তৃণমূল থেকে দলটি বড় হয়েছে। তারপরও দলের ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক। আমরা তা সংশোধনের চেষ্টা করছি। ’
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘অন্য কোনও কিছু করে লাভ হবে না, দাবি পেশ করেও কোনও লাভ হবে না। কারণ দাবি আদায় করতে না পারাটা একটা পরাজয়। বিএনপির অভ্যাস নির্বাচনে কারচুপির অভিযোগ করা কিন্তু বিকেলে দেখা যায় তাদের দল ও প্রার্থী বিজয়ী হয়েছে। কাজেই এই অভ্যাস বিএনপিকে ছাড়তে হবে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন