‘বাণিজ্য সম্প্রসারণে বাধা দূর করলে দেশ এগিয়ে যাবে’
বাণিজ্য সম্প্রসারণে বাধাগুলো দূর করলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশের এগিয়ে যাওয়া মিরাক্কেল। বিশ্বের বড় বড় গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের প্রশংসা করছে এবং এগিয়ে যাবার পূর্বাভাস দিচ্ছে।’
থাইল্যান্ডের ব্যাংককে মঙ্গলবার অনুষ্ঠিত জাতিসংঘের ইকনমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড প্যাসিফিক(ইসক্যাপ)-এর এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের দ্বাদশ কনফারেন্সে এ কথা বলেন তিনি। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রণায় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ চমৎকার। বাংলাদেশের রপ্তানি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৬৮টি দেশে ২৫টি পণ্য রপ্তানি করে আয় করতো মাত্র ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার। আজ বাংলাদেশ ১৯৬টি দেশে ৭২৯টি পণ্য রপ্তানি করে আয় করছে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আগামী ২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তৈরী পোশাক রপ্তানিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি কারক দেশ। সরকার দেশের রপ্তানি বৃদ্ধির জন্য পরিকল্পনা মোতাবেক রপ্তানি পণ্য সংখ্যা বৃদ্ধি ও রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। এখন বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজন।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ইতোমধ্যে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলার। আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজেটিভ রয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন