বাতিল করলেন ছয়টি প্রস্তাব

বিয়ের পরে নাকি বলিউড নায়িকাদের কদর কমে যায়। মা হলে তো কথাই নেই। কারিনা কাপুর খানের ক্ষেত্রে ঘটছে উল্টোটা। মা হওয়ার পরের পরিস্থিতি কী হবে, তা এখনো বোঝা যাচ্ছে না।
তবে সন্তানসম্ভবা অবস্থাতেই কারিনা হয়ে উঠেছেন সৌভাগ্যবতী। তাঁর কাছে আসতে শুরু করেছে শিশুদের প্রসাধনী ও অন্তঃসত্ত্বাদের পণ্যের বিজ্ঞাপনে কাজ। সম্প্রতি এ রকম ছয়টি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
কারিনার নিকটতম একটি সূত্র জানায়, শিগগিরই মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। শিশুদের জন্য তৈরি কোনো পণ্যের প্রচারে অংশ নেওয়া তাঁর কাছে দায়িত্বপূর্ণ একটি কাজ। তাই যেকোনো পণ্যের বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেলেই হুট করে রাজি হচ্ছেন না এই তারকা। সূত্রটি আরও জানায়, কারিনা নিজে যেসব পণ্যের প্রতি আস্থাশীল, কেবল সেসব পণ্যের প্রচারেই অংশ নিচ্ছেন তিনি।
সম্প্রতি অভিনেতা স্বামী সাইফ আলী খানের সঙ্গে একটি পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন কারিনা। এ ছাড়া মাতৃত্বকালীন পোশাকের একটি ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। কিছুদিন আগে বাবা হয়েছেন কারিনার সাবেক প্রেমিক শহিদ কাপুর। বাবা হওয়ার সুবাদে শিশুদের পণ্যের মডেল হতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। পরে তাঁরই ফিরিয়ে দেওয়া একটি শিশু-প্রসাধনীর বিজ্ঞাপনে কাজ করেছিলেন কারিনা। হিন্দুস্তান টাইমস।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন