বাথরুমে স্ত্রী মীরা, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে দিলেন শাহিদ

সোশ্যাল মিডিয়ায় ঘনঘন মীরার ছবি পোস্ট করেন তিনি। সংবাদমাধ্যমেও বার বার মীরার কথা বলেন। বোঝাই যায় বউকে নিয়ে খুবই মজে আছেন শহিদ। কিন্তু তা বলে বাথরুমের ছবি?
মীরা রাজপুত আর শহিদ কপূরের সুখের সংসার ভাঙবে ভাঙবে করে মাস দু’য়েক আগে যে রব উঠেছিল তা ধুয়েমুছে যাচ্ছে সাম্প্রতিক কালে শহিদ আর মীরার প্রেমাক্ত ভাব দেখে। মীরাকে নিয়ে শহিদ যেন মগ্ন হয়ে আছেন।
কিছুদিন আগেই সংবাদমাধ্যমকে বলেছিলেন যে মীরাকে তিনি রীতিমতো ভয় পেয়ে চলেন। তাছাড়া ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় মীরার ছবিও পোস্ট করেন তিনি। তা বলে বাথরুমের ছবি?
কিন্তু যা ভাবছেন তা নয়। নীচের ছবিটা দেখলেই বুঝবেন।
সম্ভবত এটা মিরর রিফ্লেকশন এবং সেটাও খুবই চাতুর্যের সঙ্গে তোলা। শাহিদ যে এত ভাল ছবিও তোলেন তা কি জানতেন?
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন