শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাধার মুখে রংপুরে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ, ১৪৪ ধারা জারি

রংপুরের তারাগঞ্জে নারীদের ফুটবল ম্যাচকে ঘিরে পরিস্থিতির অবনতির আশঙ্কায় খেলাটি বন্ধ রাখা হয়েছে। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে তারাগঞ্জ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট নারী দল ও রাজশাহী নারী দলের খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আশরাফ আলী এ ম্যাচটি বন্ধের ডাক দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর ম্যাচটি বন্ধের পাশাপাশি ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ ব্যাবস্থা নিতে হয়েছে। ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আয়োজকেরা এক সপ্তাহ ধরে এই ফুটবল খেলার বিষয়ে মাইকিং করছিলেন। সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। তবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ খেলা বন্ধের ডাক দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আশরাফ আলী। খেলা বন্ধে মাইকিং করে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেন তিনি। 

এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে তারাগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সভা আহবান করেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।

সভায় তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম, খেলার আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশরাফ আলীসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে সভায় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তাদের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত খেলা বন্ধ রাখতে আয়োজকদের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। পাশাপাশি দুপুর ২টা থেকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠ ও আশেপাশের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

বিষয়টি নিয়ে ফুটবল খেলার আয়োজক সাদ্দাম হোসেন ও সিরাজুল ইসলাম বলেন, “এলাকার ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে এবং নারী ফুটবল খেলাকে স্থানীয় ভাবে জনপ্রিয় করে তুলতে এ খেলার আয়োজন। কিন্তু ইসলামী আন্দোলনের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী না বুঝে খেলা বন্ধ করতে উঠে পড়ে লেগে যান। তিনি তারাগঞ্জে নারীদের ফুটবল খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। কোনোভাবেই নারী ফুটবল খেলা বরদাশত করা হবেনা বলে জানান। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।”

বিষয়টি নিয়ে জানতে ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “যেখানে খেলার আয়োজন করা হয়েছে তার ৩০০ গজের মধ্যে ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। তাছাড়া এটি কোনো আর্ন্তজাতিক পর্যায়ের খেলা নয়। এলাকার পরিবেশ নষ্ট করতে এ খেলা আয়োজন করা হয়েছে। তাই আমরা প্রতিবাদ করেছি।”

এই সংক্রান্ত আরো সংবাদ

জরিপ: মোবাইল ফোনে অনলাইনের খবর পড়েন বেশিরভাগ পাঠক

খবর জানতে প্রচলিত গণমাধ্যমের চেয়ে মোবাইল ফোনে অনলাইন সংস্করণের খবরবিস্তারিত পড়ুন

একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

প্রয়াত কবি হেলাল হাফিজ, কথাশিল্পী শহীদুল জহিরসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানেরবিস্তারিত পড়ুন

ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য: ভারতীয় দূতকে তলব, ঢাকার প্রতিবাদ

ভারতের দিল্লিতে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

  • পাসপোর্টের তথ্য ছাড়া উড়োজাহাজের টিকিট বুক করা যাবে না
  • শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ৫% হারে বাড়ানোর সুপারিশ
  • শতাধিক অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দিতে আনা হয়েছে ‘বুলডোজার’
  • সাফজয়ী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি
  • আসিফ নজরুল: ছয় কমিশনের প্রতিবেদন প্রকাশ ৮ ফেব্রুয়ারি
  • ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
  • সন্তান মোবাইল ফোনে কী করছে, সতর্ক হোন এখনই
  • আগরতলায় ভিসা সেবা চালু করছে বাংলাদেশ
  • তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালালো বৈষম্যবিরোধীরা