শুক্রবার, জুলাই ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাধার মুখে রংপুরে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ, ১৪৪ ধারা জারি

রংপুরের তারাগঞ্জে নারীদের ফুটবল ম্যাচকে ঘিরে পরিস্থিতির অবনতির আশঙ্কায় খেলাটি বন্ধ রাখা হয়েছে। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে তারাগঞ্জ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট নারী দল ও রাজশাহী নারী দলের খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আশরাফ আলী এ ম্যাচটি বন্ধের ডাক দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর ম্যাচটি বন্ধের পাশাপাশি ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ ব্যাবস্থা নিতে হয়েছে। ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আয়োজকেরা এক সপ্তাহ ধরে এই ফুটবল খেলার বিষয়ে মাইকিং করছিলেন। সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। তবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ খেলা বন্ধের ডাক দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আশরাফ আলী। খেলা বন্ধে মাইকিং করে বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেন তিনি। 

এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে তারাগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সভা আহবান করেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।

সভায় তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম, খেলার আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশরাফ আলীসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তবে সভায় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তাদের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত খেলা বন্ধ রাখতে আয়োজকদের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। পাশাপাশি দুপুর ২টা থেকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠ ও আশেপাশের এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

বিষয়টি নিয়ে ফুটবল খেলার আয়োজক সাদ্দাম হোসেন ও সিরাজুল ইসলাম বলেন, “এলাকার ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে এবং নারী ফুটবল খেলাকে স্থানীয় ভাবে জনপ্রিয় করে তুলতে এ খেলার আয়োজন। কিন্তু ইসলামী আন্দোলনের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী না বুঝে খেলা বন্ধ করতে উঠে পড়ে লেগে যান। তিনি তারাগঞ্জে নারীদের ফুটবল খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। কোনোভাবেই নারী ফুটবল খেলা বরদাশত করা হবেনা বলে জানান। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।”

বিষয়টি নিয়ে জানতে ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “যেখানে খেলার আয়োজন করা হয়েছে তার ৩০০ গজের মধ্যে ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। তাছাড়া এটি কোনো আর্ন্তজাতিক পর্যায়ের খেলা নয়। এলাকার পরিবেশ নষ্ট করতে এ খেলা আয়োজন করা হয়েছে। তাই আমরা প্রতিবাদ করেছি।”

এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল

ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা
  • দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
  • উপদেষ্টা: গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন চাকরিতে 
  • ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প
  • কমলো স্বর্ণের দাম, ভরি পৌনে দুই লাখের কাছাকাছি
  • ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১
  • গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে
  • আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র