বাধ্য হয়ে আমাকে এতোদিন দেশের বাইরে থাকতে হয়েছিল: অপু বিশ্বাস

এতদিন কোথায় ছিলেন অপু বিশ্বাস? কি করেছেন? এসব অজানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সূত্রের মাধ্যমে অপুর কিছু বক্তব্য পাওয়া গেলো। অপু জানালেন, আমি ঢাকাতেই আছি।
অনেকদিন পর ফিরেছি তাই বেশ কিছু কাজ গোঁছাতে হচ্ছে। আগামী মাসের প্রথম দিকেই একটা সংবাদ সম্মেলন করবো। তখন সবই জানাবো এতদিন কোথায় ছিলাম, কেন ছিলাম?
অপু আরো বলেন, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যারা এই অন্তর্ধানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি কখনোই নায়িকা হিসেবে অহংকার করে শিডিউল ফাঁসাইনি। বাধ্য হয়ে আমাকে এতোদিন দেশের বাইরে থাকতে হয়েছিল। সব কিছু প্রকাশ হলে আশা করি অনেকেই তা বুঝতে পারবেন। দ্রুতই দেখা হবে।
তিনি বলেন, অপু বলেন আগামী মার্চ থেকে আমি শুটিং-এ ফিরবো। আমাকে নিয়ে এতদিন যারা গুজব রটিয়েছে তাদের যথার্থ জবাব দেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন