বাধ্য হয়ে কঙ্গনার বাসায় এলো পুলিশ
পুলিশকে পাত্তাই দিলেন না বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। হৃতিক রোশনের অভিযোগের তদন্তে অগত্যা পুলিশকেই যেতে হলো কঙ্গনার মুম্বাইয়ের ফ্ল্যাটে। সেখানেই তারা ইমেল-কাণ্ডে কঙ্গনা এবং তার বোন রঙ্গোলির বয়ান নেন।
কঙ্গনা ক্রমাগত ব্যক্তিগত ইমেল করে গিয়েছেন বলে দাবি করেছেন হৃতিক। তা নিয়ে দুবার অভিযোগও জানিয়েছেন মুম্বাই পুলিশের সাইবার অপরাধদমন বিভাগে। সেই ‘জাল’হৃতিকের হদিস পেতে কঙ্গনার বয়ান চেয়েছে পুলিশ। পরীক্ষা করতে চাওয়া হয়েছে নায়িকার ল্যাপটপও।
জানা যায়, কখন, কোন সময়ে কঙ্গনার পক্ষে সাইবার অপরাধদমন বিভাগে গিয়ে বয়ান দেয়া সুবিধাজনক, তা জানতে চেয়ে নায়িকাকে পুলিশের পক্ষে তিনবার চিঠি পাঠানো হয়। যদিও নায়িকা একটিরও জবাব দেননি।
তদন্তের প্রয়োজনে কঙ্গনা ছাড়াও তার বোন রঙ্গোলিকে তলব করেছিল পুলিশ। কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি আগেই জানিয়েছিলেন, তার মক্কেলরা থানায় যাবেন না। কোনও নারীকে এভাবে থানায় তলব করা আইনসঙ্গত নয়। সেই মতো কঙ্গনার ফ্ল্যাটেই পদার্পণ ঘটে পুলিশের।
গতকাল শনিবার দুপুরের কিছু পরে খার এলাকায় কঙ্গনার ফ্ল্যাটে যান সাইবার অপরাধ দমন বিভাগের কয়েকজন নারী কর্মকর্তা। তারা সেখানে ঘণ্টা তিনেক ছিলেন। হৃতিকের করা অভিযোগের ভিত্তিতে তাঁরা নায়িকা এবং তার বোনের বয়ান নথিভুক্ত করেন।
এদিকে, হৃতিক রয়েছেন খোশমেজাজে। দুই ছেলে হৃদান এবং হৃহানকে নিয়ে মুম্বইয়ের একটি মাল্টিপ্লেক্সে ছবি দেখতে গিয়েছিলেন। সঙ্গে ছিল ছেলেদের কয়েকজন বন্ধুও।
প্রসঙ্গত, কঙ্গনাও সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছেন, হৃতিকের সঙ্গে তার গন্ডগোল নিয়ে প্রকাশ্যে আর কিছু বলবেন না। গত কয়েকদিনে, বিশেষ করে প্রাক্তন প্রেমিক অধ্যয়নের বিতর্কিত সাক্ষাৎকারের পরেও নায়িকার নীরবতা তার চরিত্রের সঙ্গে মেলে না বলেই মনে করছে সংবাদমাধ্যম এবং বলিউডের একাংশ। গতকাল এবং আজকের ঘটনার প্রেক্ষিতে সেই অংশের ধারণা, বিতণ্ডার নিষ্পত্তি করতেই অবশেষে হয়তো উদ্যোগী হয়েছেন দুজনে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন