বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
আজ বুধবার সকাল ১০ টায় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
আহতরা হল- আব্দুল কাইয়ুম (৩০), জুহুর আলী (৪০), আতাউর (৩৫), কামরুল হাসান (৫০), তোফাজ্জল (২৫), মামুন (২০), গোলাপ মিয়া (৬০), ওয়াজিত (৫০), শিবলু (৩০), আবু তাহের (৬০), জুলহাস (২৫), বাবুল (৩৫), পলাশ (১৫), আবু মিয়া (৫০), আফজল (৪০), নুরুল আমিন (১৭), আবুল আহাদ (৩৫) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের সজলু মিয়ার পুত্র রুবেল মিয়ার দোকানে গতকাল রাতে মোবাইলের টাকা রিচার্জ করার জন্য যান একই গ্রামের ফুল মিয়ার ছেলে শোয়েব মিয়া (২৬)। কিন্তু বাকীতে রিচার্জ করতে চাইলে রুবেল দিতে অপরাগতা প্রকাশ করে। এ নিয়ে দু’জনের মধ্যে বাগ-বিতন্ডা হয়। এরই জের ধরে আজ সকাল ১০ টায় উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ প্রায় ঘন্টাব্যাপী চলে। পরে স্থানীয় লোকজন চেষ্টা করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) নিমের্লেন্দু ভট্রাচার্য্য ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন- বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ফের সংঘর্ষ এড়াতে অরিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন