বান্দরবানে পাহাড়ধস : নিখোঁজদের উদ্ধারে ফের অভিযান শুরু
বান্দরবান-রুমা সড়কের পাহাড়ধসের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফের অভিযান শুরু হয়েছে। নিখোঁজদের উদ্ধারে প্রায় ৪০০ ফুট লম্বা মোটা রশিসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করছেন সেনা সদস্য, পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা। আজ সোমবার সকাল থেকে এ অভিযান শুরু হয়।
মাটিচাপায় নিখোঁজরা হলেন রুমা উপজেলার স্বাস্থ্য সহকারী মুন্নি বড়ুয়া (২৫), রুমা উপজেলা পোস্ট মাস্টার জাবিউল আলম (৪৫), রুমা কৃষি ব্যাংক কর্মচারী গৌতম নন্দী (৪০) এবং গৃহবধূ চিংমে মারমাসহ (৩০) অজ্ঞাতপরিচয় সাতজন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রবিবার সকালে জেলার ২৬ কিলোমিটার দূরে দৌলিয়ান পাড়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর তিনজনকে জীবিত অবস্থায় (আহত) উদ্ধার করা গেলেও সেখান থকে চিংমে হ্লা মারমা (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা জানান, ওই এলাকায় হেঁটে পারাপারের সময় পাহাড়ধসে মাটিচাপায় এখনও নিখোঁজ রয়েছেন ওই চারজনসহ মোট সাতজন যাত্রী। তিনজন যাত্রী শ্রমিক এবং অজ্ঞাতনামা বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে সরকারি সূত্র জানিয়েছে, জেলা ও উপজেলা প্রশাসন থেকে পাহাড়ধসের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন