বান্দরবানে যৌথবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি, আনসার সদস্য নিহত
বান্দরবান সীমান্তে যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় নেসং ম্রো (৩৮) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ সময় যৌথবাহিনীর দুই সদস্য গুলিবিদ্ধ হন।
বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী বড়তলী ইউনিয়নের সেপ্রুঝিড়ি এলাকায় রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সেনাবাহিনীর সৈনিক আবুল কাশেম ও আনসার সদস্য মো. হান্নান। তাদের হেলিকপ্টারে চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
যৌথবাহিনী জানায়, পাহাড়ের শান্তিশৃঙ্খলা রক্ষায় বান্দরবান ও রাঙ্গামাটি জেলার মিয়ানমার সীমান্তে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। রবিবার সেপ্রুঝিড়ি এলাকায় যৌথবাহিনীর সদস্যদের ওপর গুলি চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ সময় যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি করে। দুই পক্ষের মধ্যে প্রায় কয়েক শ’ রাউন্ড গোলাগুলি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে যৌথবাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মিয়ানমার সীমান্তঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক আনসার সদস্য নিহত এবং যৌথবাহিনীর দুই সদস্য গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছেন। সীমান্তে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সেনা রিজিয়নের জিএসটু মেজর তোহিদ মিয়ানমার সীমান্তে যৌথবাহিনীর সন্ত্রাস দমন অভিযান চলছে বলে স্বীকার করলেও সন্ত্রাসীদের গুলিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেননি।
প্রসঙ্গত, শুক্রবার বান্দরবানের রুমা উপজেলার মিয়ানমার সীমান্তের সেপ্রুপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের আস্তানা থেকে দু’টি গ্রেনেড, একটি অত্যাধুনিক মার্ক-২ রাইফেল, সাতটি রাইফেলের ম্যাগজিন, ওয়াকিটকি সেটসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত
বান্দরবানের রুমায় বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে তিনজন কেএনএফের সদস্য নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যবিস্তারিত পড়ুন
রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে, ৬ নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী একটি ট্রাক খাদে অন্তত ছয়জনবিস্তারিত পড়ুন