বাপ্পির সঙ্গে রোমান্স : মিমের শুরু, পরীর শেষ

দুদিন ধরে কক্সবাজারে চলছে তারেক শিকদার পরিচালিত রোমান্টিক ছবি ‘দাগ’-এর শুটিং। এতে অভিনয় করছেন নায়ক বাপ্পী ও মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। চলতি মাসের ২৭ তারিখ থেকে ‘দাগ’ ছবির রোমান্টিক গানের শুটিং শুরু হয়েছে। অন্যদিকে একই নায়কের সঙ্গে রোমান্টিক ছবি ‘আপন মানুষ’-এর দুটি গানের শুটিং শেষ করেছেন নায়িকা পরী মণি। বাপ্পীর সঙ্গে পরীর ওই শুটিং শেষ হয় গত ২৬ নভেম্বর। টানা পাঁচদিন শুটিং করে, দুই গানের শুটিং শেষ করেন বাপ্পী ও পরী। আর মিমের সঙ্গে বাপ্পীর শুটিং চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।
টানা দুই ছবির শুটিং নিয়ে ব্যস্ত নায়ক বাপ্পী বলেন, ‘২৬ তারিখ পর্যন্ত পরীর সঙ্গে ‘আপন মানুষ’ ছবির গানের শুটিং শেষ করেছি। ওই ছবির ইউনিট ঢাকায় চলে গেছে, আমি যেতে পারিনি কারণ ২৭ তারিখ থেকে ‘দাগ’ ছবির রোমান্টিক গানের শুটিং করছি। এখানে আমার বিপরীতে অভিনয় করছেন মিম।’
‘দাগ’ ছবির পরিচালক তারেক শিকদার বলেন, ‘কক্সবাজারে আমরা তিনটি গানের শুটিং করব। এরপর আরেকটা গানের শুটিং করতে আমরা সিলেটে যাব। সেখানে সামান্য কিছু সিক্যুয়েন্সও আছে। আমাদের প্রথমে পরিকল্পনা ছিল যে সিলেটে শুটিং করে কক্সবাজার আসব গানের শুটিং করতে। কিন্তু এরই মধ্যে কক্সবাজারে পর্যটকদের ভিড় শুরু হয়েছে। সামনে আরো বাড়বে, যখন টুরিস্ট বেড়ে যায় তখন একটু ঝামেলা হয়। আবার পছন্দমতো থাকার জায়গাও পাওয়া যায় না। এখন আমরা কক্সবাজারে শুটিং করছি। এটা শেষ করেই সিলেটে যাব। আশা করি, আগামী মাসের ১৫ তারিখের মধ্যে ছবির সব কাজ শেষ করতে পারব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন