বাবার ইচ্ছেই পূরণ করেননি সালমান
বলিউডের চিত্রনাট্যকার ও জনপ্রিয় অভিনেতা সেলিম খানের তিন ছেলেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। চলচ্চিত্রে অভিনয়, প্রযোজনা, নির্মাণ, সব বিষয়ে নিজেদের মুন্সিয়ানা দেখাতে সক্ষম হয়েছেন সালমান, সোহেল ও আরবাজ খানরা। বাবা হিসেসে সেলিম খান এ নিয়েও অবশ্যই তৃপ্ত। কিন্তু একটা অতৃপ্তি এখনো তার রয়েই গেছে।
কারণ সেলিম খান চাইতেন, তিন ছেলের একজন অন্তত পেশাদার ক্রিকেটার হোক। নিয়মিত সন্তানদের জিমেও নিয়ে যেতেন। তিন ছেলের মধ্যে বড় ছেলে সালমানকে নিয়ে বেশি ভরসা ছিল সেলিম খানের। কিন্তু তার এই বড় ছেলে যত দুষ্টের শিরোমণি। সালমান ক্রিকেট ভালোই খেলতেন। তবে তার বাবা যখন খেলা দেখতে আসতেন তখন ইচ্ছে করেই খারাপ খেলতেন তিনি। কারণ শখের বসে ক্রিকেট খেললেও এটা পেশা হিসেবে নেয়ার কোনো ইচ্ছে ছিল না সালমানের।
সম্প্রতি একটা অনুষ্ঠানে সালমান নিজেই স্বীকার করেছেন, তার বাবার ইচ্ছের কথা। জানিয়েছেন, ‘অভিনেতা নয়, দেশের হয়ে ক্রিকেট খেলি সেটাই বাবা চেয়েছিলেন। ‘ এবার সালমানের ছোট ভাই সোহেল খানও বললেন, ‘আব্বা চাইতেন, তার একটা ছেলে পেশাদার ক্রিকেটার হবে। দুর্ভাগ্যবশত, আমরা কেউ পেশাদার ক্রিকেট খেলিনি কিন্তু এই খেলাটাকে ভীষণ ভালোবাসি। ‘ সূত্র : বলিউড লাইফ
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন