বাবার কোলে নিরাপদ সাকিবকন্যা (ভিডিও)
ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা এখন হায়দরাবাদে। প্রস্তুতি ম্যাচও শেষ। এবার অপেক্ষা টেস্ট সিরিজ শুরুর। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। ঐতিহাসিক টেস্ট ম্যাচটি গড়াবে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে।
টেস্ট শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেয়ার কাজটা সারছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা! ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে টাইগারদের। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং; তিন বিভাগেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইবেন টাইগাররা। স্মরণীয় করে রাখতে চাইবেন ঐতিহাসিক টেস্ট।
এদিকে সস্ত্রীক ভারতে গেছেন সাকিব আল হাসান। সঙ্গে রয়েছেন মেয়ে আলাইনা হাসান অব্রিও। হোটেলে অব্রিকে কোলে তুলে নিচ্ছেন সাকিব, বাবার আদর পেয়ে দারুণ খুশি অব্রি; এমন একটা ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুকে শেয়ার করেছেন সাকিব।
বাবা সাকিবের কোলে অনেক বেশি নিরাপদ মেয়ে অব্রি। সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে সে। যে ভালোবাসায় নেই কোনো স্বার্থ, নেই কোনো ভেজাল। বাবা সাকিবও খুশি। ফেসবুক পেজে মেয়েকে নিয়ে সাকিব লিখেছেন, ‘যখন সে (অব্রি) আমাকে বাড়িতে দেখতে পায়, তার কাছে এটা পৃথিবীর সবচেয়ে আনন্দঘন মুহূর্ত! মাশাল্লাহ!!!’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন