বাবার ধূমপানে আসক্ত হয় সন্তান!
ধূমায়িত শৈশব ধোঁয়ায় আচ্ছন্ন করতে পারে কৈশোরকে। তৈরি হতে পারে ধোঁয়ার প্রতি আসক্তি। বিষয়টা ধোঁয়া ধোঁয়া ঠেকছে? তা হলে স্পষ্ট করেই বলা যাক। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, যে সন্তান শৈশব থেকে বাবা-মাকে ধূমপান করতে দেখে, কৈশোরে পৌঁছে তার ধূমপানে আসক্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্ক স্টেট সাইকিয়াট্রিক ইনস্টিটিউট এই সমীক্ষা চালিয়েছে। সমীক্ষা বলছে, সাধারণত বয়ঃসন্ধিতে বা কৈশোরেই ধূমপানে আসক্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। সমীক্ষকরা বলছেন, যে সব কিশোর বা কিশোরীর বাবা-মায়েদের মধ্যে কেউ ধূমপান করেন না, তাদের মধ্যে মাত্র ১৩ শতাংশ অন্তত এক বার হলেও সিগারেটে টান দিয়েছে। আর যে সব কিশোর-কিশোরী বাবা বা মা’কে ধূমপান করতে দেখছে, তাদের মধ্যে ৩৮ শতাংশের ধূমপানের অভিজ্ঞতা রয়েছে।
সমীক্ষা বলছে, ছেলেরা বাবা বা মায়ের যে কোনও এক জনকে ধূমপান বা নিকোটিন জাতীয় নেশা করতে দেখলেই ধূমপানে আসক্ত হতে পারে। মেয়েদের উপর কিন্তু এ ক্ষেত্রে মা’র প্রভাব বেশি। অর্থাৎ, মাকে ধূমপান করতে দেখলে মেয়েরা ধূমপানের প্রতি বেশি আসক্ত হয়। সমীক্ষকদের মতে, ভবিষ্যৎ প্রজন্মকে তামাক বা নিকোটিন থেকে দূরে রাখতে তাদের অভিভাবকদের উপর বেশি নজর দেওয়া দরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ
কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর স্কুল থেকে শেখা বদভ্যাস থামাবেন যেভাবে
স্কুল থেকে শিশুরা জীবনের দিকনির্দেশনা পেয়ে থাকে। প্রয়োজনীয় বিভিন্ন নিয়মকানুনবিস্তারিত পড়ুন