বাবার বাড়ি যাওয়া হলোনা পুলিশ কর্মকর্তার স্ত্রীর
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় রুপসী খাতুন (২৮) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম (৪০) ও তার মেয়ে হালিমা খাতুন (৪)।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুপসী খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সান্দিয়ারা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী ও শৈলকুপা উপজেলা গোলক নগর গ্রামের ইজাল উদ্দিনের মেয়ে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে কুষ্টিয়ায় শ্বশুড়বাড়ি যাচ্ছিলেন হামিদুল। এসময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপসী খাতুনকে মৃত ঘোষনা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন