‘বাবার সঙ্গে কাজল আন্টির জুটি পছন্দ নয়’
২০১০ সালে শেষ বার তাঁদেরকে দেখা গিয়েছিল একসঙ্গে। কর্ণ জোহর পরিচালিত ‘মাই নেম ইজ খানে’। পাঁচ বছর পর ফিরছেন তাঁরা। শাহরুখ খান এবং কাজল।
রোহিত শেট্টির ‘দিলওয়ালে’-তে এসআরকে এবং কাজলের জুটিকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় ফ্যানেরা। সেই জুটিকেই কি না পছন্দ নয় একজনের।
ব্যাপারটা কিন্তু মোটেই উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ, যার বিষয়টি অপছন্দ তিনি আর কেউ নন, শাহরুখ-পুত্র আব্রাম। ছোট্ট আব্রামের অপছন্দের কথা নিজেই জানিয়েছেন বাবা শাহরুখ। দিলওয়ালের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই কথা বলেন শাহরুখ।
কিন্তু কেন শাহরুখ-কাজল জুটিকে অপছন্দ আব্রামের?
কারণ হিসেবে, শাহরুখ শুনিয়েছেন এক মজার কথা। ছবির শুটিংয়ে সব সময় দিনের শেষে কি কি শট নেওয়া হয়েছে তা সকলকে দেখাতেন রোহিত। দিলওয়ালের শুটিংয়ে শাহরুখ আব্রামকে নিয়ে গিয়েছিলেন। তেমনই ছেলে-মেয়ে যুগ আর নাইসাকে নিয়ে যান কাজল। শটগুলি তারাও দেখত। একটি শটে শাহরুখকে আঘাত পেতে দেখে আব্রাম। তার মনে হয় কাজলই এর জন্য দায়ী। খুবই অসন্তুষ্ট হয় সে। কাজলের দিকে তাকিয়ে বলে, ‘পাপা টুট গয়া।’ সুপারস্টারের মতে, মনে হয় তাঁদের জুটিকে মোটেই পছন্দ নয় আব্রামের। #আনন্দবাজার
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন